সোশ্যাল মিডিয়া

‘আমরা বেশি কিছু চাই না, জীবনের নিরাপত্তা আর থাকা খাওয়ার ব্যবস্থা হলেই চলবে’

মধ্যবর্তী নির্বাচনের আগেই সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে পরিকল্পনা চূড়ান্ত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে প্রবেশে বৈধ সীমান্ত দিয়ে যারা অবৈধভাবে প্রবেশ করবে, তাদের কোনভাবেই আশ্রয় না দেয়ার বিধান রেখে ওই পরিকল্পনা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

তবে, ট্রাম্পের এ ধরণের ঘোষণা আদালতে চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে, সব বাধাবিঘ্ন উপেক্ষা করেই মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তের দিকে এখনও অগ্রসর হচ্ছে মধ্য আমেরিকার অভিবাসন প্রত্যাশীরা।

বন্ধুর বা সমতল পথ, রোগ-শোক-জরা-তাপ, কিছুতেই আর থামতে রাজি নন তারা। মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে উন্নত জীবনযাত্রার আশায় যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের ছুটে আসছেন অভিবাসন প্রত্যাশীরা।

অভিবাসন প্রত্যাশীরা বলেন, ‘আমরা বেশি কিছু চাই না। জীবনের নিরাপত্তা আর থাকা খাওয়ার ব্যবস্থা হলেই আমাদের চলবে। আমরা সন্ত্রাসী নই। কাজ করে খেতে চাই। তারা আমাদের সন্ত্রাসী ভাবছে।

আমাদের নাকি সীমান্ত দিয়ে ঢুকতে দেবে না। তাহলে আমরা কোথায় যাবো। আমরা দিনের পর দিন সীমান্তে অপেক্ষা করতে রাজি আছি, কষ্ট করতে রাজি আছি। কিন্তু যেখান থেকে এসেছি, সেখানে আর ফিরে যেতে চাই না।’

এরইমধ্যে, বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সীমান্তে অভিবাসীদের ঢল ঠেকাতে চেকপোস্ট দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসন প্রত্যাশীদের কোনভাবেই আশ্রয় দেয়া হবেনা। এ বিষয়ে শিগগিরই পরিকল্পনা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড সুরক্ষিত রাখা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আর এতে কোন ঘাটতি থাকবে না। মধ্যবর্তী নির্বাচনের আগেই চেকপোস্ট দিয়ে অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকানোর সব ব্যবস্থা আমরা করবো।’

তবে, ট্রাম্পের এ ধরনের ঘোষণা আদালতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে বলে মনে করছেন অনেকেই। এরমধ্যেই, ট্রাম্পের বিরুদ্ধে তথ্য প্রমাণ ছাড়া অভিবাসীদের নিয়ে ভোটারদের মধ্যে ভীতি ছড়ানোর অভিযোগ উঠেছে বিভিন্ন মার্কিন গণমাধ্যমে। গণমাধ্যমের ওইসব খবরে বলা হয়, নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে ট্রাম্প অভিবাসীদের নিয়ে নানা ধরনের ভিত্তিহীন বক্তব্য দিচ্ছেন।

মধ্যপ্রাচ্যের বহু সন্ত্রাসী অভিবাসীদের সঙ্গে মিশে মার্কিন ভূখণ্ডে প্রবেশের অপেক্ষায় রয়েছে উল্লেখ করে, এদেরকে ঠেকাতে হলে নির্বাচনে রিপাবলিকানদের ভোট দিতে সমর্থকদের প্রতি ট্রাম্প আহ্বান জানাচ্ছেন বলেও গণমাধ্যমের খবরে জানানো হয়।

এদিকে, সম্প্রতি নিজের টুইটার আ্যাকাউন্টে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে সমালোচনার ঝড় উঠেছে গণমাধ্যমে। ভিডিওটিতে, খুনি হিসেবে শাস্তিপ্রাপ্ত এক অবৈধ অভিবাসীর ছবি দেখিয়ে বলা হয়, এধরণের মানুষকে ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রে আশ্রয় দিতে চান। ভিডিওটি বর্ণবাদী ও ভিত্তিহীন তথ্যনির্ভর উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন একাধিক রিপাবলিকান নেতাও।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২ নভেম্বর ২০১৮, ৫:৫৪ অপরাহ্ণ ৫:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ