ভ্রমণ

ভিসা নিয়ে নতুন আইন, কাতার প্রবাসীদের জন্য দারুণ সুখবর

ভিসা নিয়ে নতুন আইন, কাতার প্রবাসীদের জন্য দারুণ সুখবর। কাতারে অবস্থানরত বিদেশী শ্রমিকদের ভিসা নিয়ে একটি নতুন আইন পাশ করেছে দেশটির নীতি নির্ধারনী পরিষদ। এই আইনের ফলে দেশটিতে অবস্থানরত বিদেশি শ্রমিকরা মালিকের অনুমতি ছাড়াই চাইলে দেশ ত্যাগ করতে পারবে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে, ২০১৮ সালের ১৩ নং আইনটি প্রবাসীদের কাতারে অবস্থান ও প্রস্থান সম্পর্কিত আইন যা আজ থেকে কার্যকর হয়েছে।

কাতার গত সেপ্টেম্বরে ঘোষণা করেছিল তারা দেশটির ভিসা প্রক্রিয়া সংশোধন করবে। আগের ভিসা পদ্ধতিতে বিদেশি শ্রমিকদের একজন ‘কাফালা’ বা জামিনদারের মাধ্যমে দেশটিতে অবস্থান করতে হতো। যা অনেকটা অধুনিক যুগের দাসত্বের সামিল বলে মনে করা হয়।

নতুন আইনের ফলে কোন কোম্পনীর পাঁচ শতাংশ কর্মী যারা সবচেয়ে সিনিয়র তার কোন ধরণের পূর্বানুমতি ছাড়াই ছুটি নিতে পারবেন।

এছাড়া প্রবাসীরা যেকোন কারণে দেশত্যাগ করতে চাইলে কমিটির কাছে অভিযোগ দায়ের করতে পারবেন এবং উক্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে সেই অভিযোগর ব্যাপারে ফয়সালা দিতে হবে বলে জানিয়েছে।

গত সেপ্টেম্বরে জাতিসঙ্ঘের আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে তিন বছর মেয়াদী চুক্তি করে কাতার। এর পরই দেশটিতে বিদেশি শ্রমিক আইন সংশোধন করে নতুন আইন প্রণয়ন করা হয়। যা কাতারের মতো দেশে বিদেশি শ্রমিকদের জন্য অনেক বড় ঘোষণা।

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সম্পন্ন করার জন্য বর্তমানে কাতারে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। যার ফলে দেশটিতে বিদেশি শ্রমিকদের ব্যাপক চাপের মুখে কাজ করানো হচ্ছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দাবি করে আসছিল।

একটি গবেষণা সংস্থার প্রকাশ করা প্রতিবেদনে দেখা যায়, কাতার সরকার কতৃক গত বছরে এক চতুর্থাংশ শ্রমিকদের দেশত্যাগের ভিসা বাতিল করে দিয়েছে। কাতারে ২০ লাখের মতো বিদেশি শ্রমিক রয়েছে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৯ অক্টোবর ২০১৮, ১১:১৩ পূর্বাহ্ণ ১১:১৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ