আবহাওয়া

অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিকে নিতে দুই মন্ত্রীর মতবিরোধ

অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিকের আওতায় নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দেওয়া তথ্যে মতবিরোধ দেখা দিয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রস্তুত হতে পারেনি।’

অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, আমরা প্রস্তুত নই এটা সঠিক নয়। মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিলেই আমরা কাজ শুরু করবো।

রোববার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইআরএফ) প্রতিনিধি দলের আলাদা আলাদা মতবিনিময়ের সময় এ মতবিরোধের তথ্য উঠে আসে।

মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী বলেন, ‘অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিকের আওতায় নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এটি আমাদের একটি লক্ষ্য। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রস্তুতি নিতে পারেনি। আমরা চিন্তা করছি অষ্টম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক করার।’

অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মতবিনিময়কালে বিইআরএফ প্রতিনিধিদের বলেন, 'আমাদের প্রস্তুতির অভাব নেই। যখনই দেওয়া হবে তখনই নিতে পারবে। আমরা প্রস্তুত রয়েছি।

আমরা সবই করতে পারবো যদি উনারা দিয়ে দেন। তবে এইটা নিয়ে কেবিনেটে আলোচনা হয়েছে। আরো পরীক্ষা-নিরীক্ষা হবে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকতা হয়নি। কেবিনেট যদি মনে করে তাহলেই হবে। আমাদের যখনই দেবে তখনই কাজ শুরু করবো। প্রয়োজনে জ্ঞান নেবো সবার কাছ থেকে।’

মন্ত্রী জানান, বর্তমানে প্রাথমিক শিক্ষার স্তর আনুষ্ঠানিকভাবে অষ্টম শ্রেণিতে উন্নীত না হলেও ৭০০ প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি খোলা হয়েছে।

পিএসি পরীক্ষা থাকবে কি থাকবে না এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘যারা এসএসসি পর্যন্ত লেখাপড়া করবে তাদের জন্য নয়। এসএসসি পর্যন্ত পড়ার আগেই যারা ঝরে পড়ে তাদের জন্য। এসএসসি পর্যন্ত যারা পড়বে না পিইসি পরীক্ষার সনদ তাদের জন্য আকর্ষণীয়। এটা একটা ভালো সুযোগ।’

শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের মতবিনিময়কালে সংগঠনের সভাপতি চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক, সহসভাপতি বাসসের রিপোর্টার মোর্শেদুর রহমান, সাধারণ সম্পাদক এস এম আব্বাস,

যুগ্মসম্পাদক শারমিন নিরা, সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিটিভির রিপোর্টার দিনার সুলতানা, সংগঠনের সদস্য ও জনকণ্ঠের রিপোর্টার বিভাষ বাড়ই, সংগঠনের সদস্য দৈনিক সংবাদের রিপোর্টার রাকিব উদ্দিনসহ ২০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৮ অক্টোবর ২০১৮, ৫:৩০ অপরাহ্ণ ৫:৩০ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ