প্রবাস

কেন দুই হাতে ঘড়ি ম্যারাডোনার, জানেন?

ফুটবলের দুনিয়ায় আর কেউ খবরের শিরোনামে থাকুক না থাকুক, যিনি থাকবেন, তিনি ম্যারাডোনা। কখনো নিজ দেশের মহাতারকা ফুটবলার লিওনেল মেসিকে কটাক্ষ করে, কখনো নিজের যৌন জীবনের সংবাদে। ম্যারাডোনা তো ম্যারাডোনাই। ফুটবল বিশ্বের রঙিন এক চরিত্র।

কিছুদিন আগে খবর বেরিয়েছিল হাঁটুতে বাতের ব্যাথা কাতর ম্যারাডোনা। এ ব্যাথা থেকে মুক্তি পেতে আর্জেন্টাইন কিংবদন্তিকে নিতে হবে চিকিৎসা। ভালোভাবে হাঁটতে-চলতে চাইলে করতে হবে অস্ত্রোপচার।

যাই হোক, শেষ পর্যন্ত এমন কিছু করতে হয়নি। তবে বরাবরের মতই পুরোন খবর নতুন হয়ে ফিরে এসেছে ফুটবলের বাজারে। তা হলো- দিয়েগোর ম্যারাডোনার দু হাতে দুটি ঘড়ি কেন? এর পিছনের কারণ কী?

উত্তরটা মোটামোটি সহজ। কারণ যিনি নিজে রঙিন, তার জীবনও তো রঙিন হবে, তা নয় কী? দামি ঘড়ির প্রতি দারুণ আকর্ষণ মারাডোনার। বিদেশে গেলে দু হাতে দুটি ঘড়ি পরার অভ্যাস তার পুরোনো। বিদেশি সময় দেখার পাশাপাশি নিজের দেশের সময়ও দেখে নিতে দু হাতে দুটি ঘড়ি পরেন ছিয়াশির বিশ্বকাপ জেতা এই ফুটবলার।

এ তো গেল তার ঘড়ির রহস্য। তাছাড়া কানে হিরার দুল পরেন ম্যারাডোনা। নিজেই নাকি বলেন, ‘হিরার দুল পরে থাকলে আর্জেন্টাইন রিয়েল হিরোকে দেখবে সবাই।’ এ ছাড়া দামি রোদচশমাও পরতে ভালাবাসেন তিনি।

বিলাসবহুল গাড়িও আছে ম্যারাডোনার। খাবারের প্রতিও তার মারাত্মক রকম জশ রয়েছে। আর হ্যাঁ, ম্যারাডোনার বাড়িটিও ঝাঁ চকচকে। ঠিক তার মতোই রঙিন, যতটা তিনি রঙিন।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৫ অক্টোবর ২০১৮, ৩:০৩ অপরাহ্ণ ৩:০৩ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ