রেসিপি

জানা গেলো যে কারণে মূত্য হয়েছে আইয়ুব বাচ্চুর

শেষদিনগুলোতেও গান নিয়ে মেতেছিলেন তিনি। তরুণদের ব্যান্ডের প্রতি আগ্রহী করার জন্য পরিকল্পনাও করেছিলেন। মাত্র দুদিন আগেও রংপুরে কনসার্ট করে এসেছেন তিনি। কিন্তু হঠাৎ আচমকা ঝড়ে সব থেমে গেল। বৃহস্পতিবার সকাল ১০টার কিছু পরে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তারকা। তার অকস্মাৎ মৃত্যুতে হতবাক হয়ে গেছেন তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা।

সবারই কৌতুহল কী হয়েছিলো বাচ্চুর? কেন এভাবে হুট করেই চলে যাওয়া? স্কয়ার হাসপাতা‌লের সা‌র্ভিস বিভা‌গের প‌রিচাল ড. মির্জা না‌জিমু‌দ্দিন জানালেন, আইয়ুব বাচ্চুর মৃত্যু হয়েছে সাড়ে ৮টার দিকে তার নিজ বাসাতেই। উনি হার্টের রোগী। তার হার্টের রিদমটা কমে গিয়েছিলো শেষদিকে। সেই রিদম হঠাৎ বন্ধ হয়ে গেলে আজ সকালে তিনি মারা যান।

তিনি বলেন, ‌মৃত অবস্থাতেই তাকে তার ড্রাইভার হাসপাতালে নিয়ে আসেন। তাকে নিয়ে পৌঁছানো হয় ৯টা ১৫ মিনিটে। ডাক্তাররা তাকে ৯টা ৫৫ মিনিটে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে আরও জানা যায়, সকালে অজ্ঞান অবস্থায় স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় আইয়ুব বাচ্চুকে। এ সময় জরুরি বিভাগের চিকিৎসকরা কৃত্রিমভাবে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বা সিপিআর (কোনো কারণে যখন হৃৎপিণ্ড এবং ফুসফুসের স্বাভাবিক কার্যকলাপ বন্ধ হয়ে যায়,

তখন সাময়িকভাবে হৃৎপিণ্ড ও ফুসফুসের কাজ কিছু সময় চালিয়ে মস্তিষ্কে রক্ত এবং অক্সিজেন সরবরাহ করা) এর মাধ্যমে হৃৎপিণ্ড এবং ফুসফুসের স্বাভাবিক কার্যকলাপ ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এর আগে স্কয়ার হাসপাতালের পরিচালক অধ্যাপক সানোয়ার হোসেন জনপ্রিয় এই কিংবদন্তী সঙ্গীতশিল্পী মৃত্যুর খবর নিশ্চিত করেন। স্কয়ার হাসপাতাল সূত্র জানায়, আইয়ুব বাচ্চু সম্প্রতি স্কয়ার হাসপাতালে ভর্তি কিংবা চিকিৎসাধীন ছিলেন না।

আইয়ুব বাচ্চুর পরিবার কোথায়, বাবার মৃত্যুকালে সন্তানেরা যেখানেঃ কোটি ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু।আজ বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেছেন গুণী এই শিল্পী।সকালে হঠাৎ অচেতন হয়ে পরেন নিজ বাসায় আইয়ুব বাচ্চু।পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।

একটি গান গেয়েছিলেন আইয়ুব বাচ্চু ফেরারি এ মনটা আমার’ গানটা কেন লেখা জানেন? এটা তার স্ত্রীকে নিয়ে লেখা। তিনি জানিয়েছিলেন,‘আমার স্ত্রীকে যখন মানে এখন যে আমার স্ত্রী, সে এক সময় আমার প্রেমিকা ছিলো। তাকে অনেকদিন ওর পরিবার দেখতে দেয়নি আমাকে। ওর পরিবার থেকে আটকে রাখা হতো। ওই দুঃখ থেকে গানটা লেখা। তো ওই গানটা যে এতো বিখ্যাত হয়ে যাবে, এটা আমি কখনোই চিন্তা করিনি।’

আইয়ুব বাচ্চুর স্ত্রী চন্দনা ও দুই সন্তান ফায়রুজ ও তাজওয়ার। তারা কোথায়? মৃত্যুকালে তার পাশে কেউ ছিলেন না? প্রয়াত জনপ্রিয় সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর ছেলে ও মেয়ে আগামীকাল কানাডা থেকে দেশে ফেরার পর শিল্পীর দাফন ও নামাজে জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তার ছেলে ও মেয়ে দুজনেই কানাডায় পড়াশোনা করছেন। আইয়ুব বাচ্চুর গানের দল ‘এলআরবি’ এর ম্যানেজার শামীম আহমেদ উপস্থিত ছিলেন। হাসপাতালে শিল্পীর এক ভাই রয়েছেন। তারা জানান, শিল্পীর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।

আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার মইনুদ্দিন রাশেদ জানিয়েছেন তার সহকারী সকালে মগবাজারের বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাংবাদিকদের আইয়ুব বাচ্চুর ভাই এরফান চৌধুরী জানিয়েছেন, তিনি তার মগবাজারের বাসায় একাই থাকতেন। ১৬ অক্টোবর রংপুরে একটি গানের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আইয়ুব বাচ্চু।আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

উল্লেখ্য,কিংবদন্তি সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম শহরের এক বনেদী হাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম রবিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। জানা যায়, আগামীকাল রাজধানীর ধানমন্ডিতে প্রথম জানাজা হবে পরে জন্মস্থান চট্টগ্রামে চির নিদ্রায় সমাহিত করা হবে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৮ অক্টোবর ২০১৮, ১০:০৩ অপরাহ্ণ ১০:০৩ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ