চাকরি

খালেদাকে রায়ের কথা বলেই কেঁদে ফেলেন ফাতেমা!

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় করা হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবনের আদেশ দেয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ রায়ের কথা জানতে পেরেছেন কি-না তা নিয়ে অনেকের কৌতূহল রয়েছে।রায় শুনে থাকলে কী প্রতিক্রিয়া তার, তা জানার আগ্রহ অনেকের। আদালতের নির্দেশে কারাবন্দি বেগম খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৬১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন।

খালেদা জিয়া রায় শুনেছেন কি-না- এ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও বেগম খালেদা জিয়ার নিত্যজীবনযাপন ধারা পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বেগম খালেদা জিয়া রাতে ঘুমান কম। তাই সকালের দিকে তিনি ঘুমান। অধিকাংশ দিন দুপুরের আগে ঘুম ভাঙে না তার। তাই অনুমান করা যায় এ সময় তিনি ঘুমিয়ে অথবা বিশ্রামে ছিলেন।

খালেদা জিয়া যে মানের ডিলাক্স কেবিনে আছেন সেগুলোতে এমনিতে ডিশ ক্যাবল সংযোগসহ টিভি থাকে। তবে বেগম জিয়া যেহেতু কারাদণ্ডপ্রাপ্ত কায়েদী তাই তার রুমে টিভি নেই। ফলে টিভি দেখে রায় জানতে পারবেন না তিনি। তার নিরাপত্তার বা চিকিৎসার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী, ডাক্তার, নার্স কেউ তাকে জানালে হয়তো জানতে পারবেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, রায়ের সময় তিনি ঘুমে থাকলেও দুপুর ১২টার পর ঘুম থেকে জাগেন বেগম জিয়া। ঘুম থেকে জেগেই কলিং বেলের মাধ্যমে ফাতেমাকে ডাকেন তিনি। সেসময় রায় ঘোষণা হয়ে গেছে এবং ফাতেমাসহ খালেদা জিয়ার নিরপত্তা রক্ষীরা সকলেরই রায় সম্পর্কে অবগত। খালেদা জিয়ার কক্ষে গিয়ে ফাতেমা প্রথমে তাকে রায়ের বিষয়ে কিছুই বলেননি। তবে ফাতেমার বিষন্ন মুখ দেখে আন্তাজ করতে পারছিলেন বেগম জিয়া। এরপর রায়ে কি হয়েছে জিজ্ঞেস করতেই কেঁদে ফেলেন ফাতেমা। বলেন, রায়ে তারেক রহমানের যাবজ্জীবন সাজা হয়েছে।

এসময় ৬১২ নম্বর কক্ষে উপস্থিত ছিলেন একজন নার্স। নাম প্রকাশ না করে তিনি বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমার কান্নায় কিছুটা আবগঘন পরিবেশের সৃষ্টি হয়। তবে খালেদা জিয়া ছিলেন একেবারেই নির্বিকার। এমনিতেই তিনি কথা কম বলেন আর আজকে রায় নিয়ে ফাতেমার প্রতিক্রিয়ায় তিনি একটি কথাও বলেননি। এদিকে বুধবার দুপুর ২টায় বিএসএমএমইউ ভিসির কাছে বেগম জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ অনুসারে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। বিকেলে মেডিকেল বোর্ডের সদস্যা তাকে আবার দেখতে যাবেন।

বেগম খালেদা জিয়ার কেবিনে টেলিভিশন বা ডিস সংযোগ রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আপাতত নেই। তবে তিনি চাইলে জেলকোড মেনে সরকারি চ্যানেল অর্থাৎ বিটিভি দেখার জন্য টিভি পাবেন।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১০ অক্টোবর ২০১৮, ৬:৫৭ অপরাহ্ণ ৬:৫৭ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ