সারাদেশ

ফেসবুকের ‘অন্য ইনবক্স’ সম্পর্কে জানেন তো?

বর্তমানে বিশ্বজুড়ে প্রতি মাসে প্রায় ২০০ কোটি লোক ফেসবুক ব্যবহার করে। ফেসবুক ছাড়া এখন পর্যন্ত আর কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের এত বেশি ব্যবহারকারী নেই। বাংলাদেশের মতো সারা বিশ্বেই জনপ্রিয় ফেসবুক। তবে, বেশ ফেসবুকের এমন কিছু অপশন আছে যা নিয়ে আমরা কখনো ভাবিই নি। এক রকমে এড়িয়েই গেছি প্রয়োজন নেই বলে। আজকের প্রতিবেদনে এমনই কিছু তথ্যই তুলে ধরা হলো:

দেখুন কে আপনাকে ফিরিয়ে দিলো আপনি যদি দেখতে চান কে কে আপনার বন্ধুত্বের আহ্বানে সাড়া দেননি, তাহলে সুসংবাদ (অথবা দুঃসংবাদ, নির্ভর করছে আপনি কতটা জনপ্রিয়)৷ খুব সহজেই করতে পারেন৷ কোনো ব্রাউজারে (অ্যাপে নয়) ফেসবুক খুলুন৷ ফ্রেন্ড রিকোয়েস্ট ট্যাবে ক্লিক করুন, ভিউ অলে চাপ দিন৷ ‘ভিউ সেন্ট রিকোয়েস্ট’-এ যান৷ পেয়ে যাবেন৷

অজানা মানুষের সঙ্গে যুক্ত হোন আপনার ফেসবুক নিউজফিডে নিশ্চয়ই একের পর এক লাইভ ভিডিও আসতেই থাকে৷ কিন্তু জানেন কি, আপনি ফেসবুক লাইভ ম্যাপ দিয়ে দেখতে পারেন এই মুহূর্তে সারাবিশ্বে কে কে লাইভে আছেন? সহজ উপায়৷ লাইভ ভিডিও আইকনে গিয়ে বাম দিকের নেভিগেশন বারে গিয়ে দেখতে পারেন কে কে এই মুহূর্তে লাইভ ভিডিও করছেন৷ অথবা ইংরেজিতে ফেসবুক ডট কমের পরে স্ল্যাশ দিয়ে লাইভম্যাপস লিখলেও চলে আসবে৷

আপনার ‘অন্য’ ইনবক্স দেখেন কি? আপনার আদার বা অন্য ইনবক্সটি খেয়াল রাখেন তো? যদি ফেসবুক মনে করে কোনো একটি মেসেজ স্প্যাম, তাহলে সেটি আপনার মেসেজ রিকোয়েস্ট ইনবক্সে চলে যায়৷ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে থাকে৷ এরপর ফিলটার্ড হয়ে যায়৷ ফিলটার্ড মেসেজও আপনি চাইলে দেখতে পারবেন, ক্লিক করুন ‘See Filtered Message’৷

ক’টা ছবি লাইক করলেন এ পর্যন্ত দেখে নিন এ পর্যন্ত ক’টা ছবি লাইক দিয়েছেন ফেসবুকে৷ আপনার প্রোফাইলে গিয়ে সার্চ বাটনে লিখুন ‘Photos Liked By Me’৷ কে কে এখন পর্যন্ত আপনার ছবি লাইক দিয়েছে তা-ও জেনে নিন৷ লিখুন, ‘Photos Liked by…’৷ খালি জায়গায় ঐ ব্যক্তির নামটি লিখুন৷ আপনি এছাড়াও বছর ও জায়গা দিয়েও ছবি সাজাতে পারেন৷ করলেন? এবার ছবি দেখে দেখে স্মৃতি রোমন্থন করুন৷

গেমস খেলুন মেসেঞ্জারে মেসেঞ্জার অ্যাপ যারা আলাদা করে ব্যবহার করেন, তারা নীচে গেমস অপশনে গিয়ে বন্ধুদের সঙ্গে জমিয়ে নানা গেমস খেলতে পারেন৷ চেস, স্কি, বাস্কেটবলসহ অনেক গেমস৷ চাইলে চ্যালেঞ্জও ছুঁড়ে দিতে পারেন বন্ধুদের৷

লগ আউট করতে ভুলে গেলে হয়তো আপনি অন্য কারো কম্পিউটার বা অফিসের কম্পিউটারে বা কোনো সাইবার ক্যাফের কোনো পিসিতে বসে ফেসবুক লগইন করেছিলেন৷ কিন্তু ফেরার সময় লগ আউট করতে ভুলে গেছেন৷ কোনো সমস্যা নেই৷ অন্য কোথাও লগইন করুন৷ সেটিংসের সিকিউরিটি অপশনে যান৷ এরপর যেখানে লগইন করেছেন সেই জায়গায় যান এবং ‘log out’ চাপুন৷ ব্যস হয়ে গেল৷

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৭ সেপ্টেম্বর ২০১৮, ৯:৪১ পূর্বাহ্ণ ৯:৪১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ