আবহাওয়া

মহাখালী টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ

শ্রমিক লাঞ্ছনার প্রতিবাদে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে টাঙ্গাইল ও ময়মনসিংহ রুটের বাস চলাচল বন্ধ থাকার খবর পাওয়া গেছে।

এর আগে গত সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে মহাখালী বাস টার্মিনালের সামনে হর্ন বাজানোকে কেন্দ্র করে একটি পরিবহনের চালককে মারধর করে স্থানীয়রা। যার ফলে শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পরিবহন শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে মহাখালী টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে রাখে।

রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনার সূত্রপাত ঘটে। অন্যদিকে অবরোধের ফলে রাত ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। যানজট গিয়ে ঠেকে গাজীপুর পর্যন্ত।

আজ মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে টাঙ্গাইল ও ময়মনসিংহের রুটে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের উত্তর বিভাগের মহাখালী জোনের সহকারী কমিশনার আশরাফ উল্লাহ জানান, রাতে বাসের হর্ন বাজানোকে কেন্দ্র করে একটি পরিবহনের চালককে মারধর করে স্থানীয়রা। ওই ঘটনায় মহাখালী বাস টার্মিনালের উত্তর পাশের সড়কের দুই লেনই অবরোধ করে রাখে শ্রমিকরা। সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে।

বিষয়টি নিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, ঘটনাস্থল বনানী থানার মধ্যে পড়েছে। সেখানে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

অন্যদিকে বনানী থানার ওসি, ওসি তদন্ত ও ওসি অপারেশনকে একাধিকবার ফোন করা হলেও কেউ কল রিসিভ করেননি।

পরে রাত ১২টা ২০ মিনিটে বনানীর ওসি ফরমান আলী জানান, পরিবহন শ্রমিককে স্থানীয়রা মারধর করায় রাস্তা অবরোধ করেছিল শ্রমিকরা। সমঝোতার ভিত্তিতে ঘটনার সমাপ্তি ঘটেছে। এখন সব স্বাভাবিক।

মহাখালী বাস টার্মিনাল (স্থানীয় নামঃ টাঙ্গাইল বাসস্ট্যান্ড) রাজধানী ঢাকার অন্যতম আন্ত:জেলা বাস টার্মিনাল। এটি আইসিডিডিআরবি ও ডিসিসি মার্কেটের পাশে অবস্থিত একটি ব্যস্ত এলাকা। সিটি কর্পোরেশনের অধীনে এই বাস টার্মিনালটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়।[১] এই টার্মিনালে অনেকগুলি কোম্পানি আন্তঃজেলা বাস পরিচালনা করে। এখানে প্রতি ৫ মিনিট অন্তর অন্তর কোন না কোন বাস তার গন্তব্যস্থল ছেড়ে যায়।

মহাখালি আন্ত:জেলা বাস টার্মিনাল থেকে যেসব জেলার বাস আসা-যাওয়া করে:

ময়মনসিংহ জেলা

টাঙ্গাইল জেলা

নেত্রকোণা জেলা

শেরপুর জেলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা

বগুড়া জেলা

সিরাজগঞ্জ জেলা

নওগাঁ জেলা

গাইবান্ধা জেলা

জামালপুর জেলা

কিশোরগঞ্জ জেলা

রংপুর জেলা

কক্সবাজার জেলা

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:০২ পূর্বাহ্ণ ১০:০২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ