চাকরি

নির্বাচনে বড় বোন রিমির পক্ষে কাজ করতে যাচ্ছেন সোহেল তাজ!

বাংলদেশের রাজনৈতিক অঙ্গনে তরুণদের মাঝে বেশ জনপ্রিয় একজন ব্যক্তিত্য হল সোহেল তাজ। তিনি তৎকালীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এই মুহূর্তে রাজনীতি নিয়ে ভাবছেন না। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় বোন সিমিন হোসেন রিমির পক্ষে দলীয় নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

সোমবার সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়ার নিজ বাড়িসংলগ্ন দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো প্রতিকূল পরিবেশে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব এটাই আমার প্রত্যাশা। কাপাসিয়ার মাটি বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের পবিত্র জন্মভূমি।

এখান থেকে গত দুই নির্বাচনে নির্বাচিত হয়েছেন তার বড় বোন সিমিন হোসেন রিমি। আগামীতে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে তিনি বড় বোন সিমিন হোসেন রিমির জন্য কাজ করতে আহ্বান জানান। এর আগে বড় বোন সিমিন হোসেন রিমি এমপির সঙ্গে সোহেল তাজ বিকালে নিজ বাড়ি কাপাসিয়ার দরদরিয়া গ্রামে আসেন। পূর্বনির্ধারিত কোনো সভা-সমাবেশ না থাকলেও হঠাৎ তার আসার খবর পেয়ে শত শত দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভায় পরিণত হয়।

পরে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি। এ সময় সোহেল তাজ আরও বলেন, দেশ, জাতি ও সমাজের জন্য কাজ করতে হলে সরকারে থাকতে হবে এটা আমি বিশ্বাস করি না। কাপাসিয়া আমার দাদা ও পিতার জন্মভূমি। এ এলাকার জন্য সব সময়ই আমার চিন্তা আছে।

আমাদের পরিবার কাপাসিয়ার মানুষের জন্য সব সময়ই কাজ করেছে ও পাশে থেকেছে। যুবসমাজকে মাদকমুক্ত করতে আমার একটি বিশেষ পরিকল্পনা আছে। এ নিয়ে আমি খুব দ্রুত কাজ শুরু করব।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৫ সেপ্টেম্বর ২০১৮, ৯:৫৩ পূর্বাহ্ণ ৯:৫৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ