রেসিপি

ঈদে কার কেমন ব্যস্ততা?

ঈদে কার কেমন- মাত্র কয়েকটা দিন বাকি কোরবানির ঈদের। দিন-রাত লাগামহীনভাবে বিভিন্ন নাটকের শুটিং চলছে রাজধানীর বিভিন্ন শুটিং হাউজে। সেখানে ব্যস্ত অভিনয়শিল্পীসহ নাটকের সকল কলাকুশলী। কেমন চলছে ব্যস্ততা সে খবর জানতে আলাপ করা হলো তাঁদের সঙ্গে। বেশ কয়েকজন জানালেন ব্যস্ততা নিয়ে- দর্শকের চোখ থাকে প্রিয় তারকার কাজের দিকে। প্রিয় তারকার খাতায় থাকেন -অভিনয়শিল্পী ও নির্মাতারা। সে হিসেব…

আফরান নিশো গত ঈদের মতো এবারও দারুণ ব্যস্ত। নাটক-টেলিফিল্ম মিলে প্রায় ২০টির মতো কাজ এবার দেখা যাবে তার। কিছুদিন আগে মোস্তফা কামাল রাজের পরিচালনায় সাফা কবিরের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ‘আজ পুতুলের জন্মদিন’ নামক নাটকে।

এ তালিকায় আরও রয়েছে রূপক বিন রউফের পরিচালনায় ‘রাজা রানি’, সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় ‘জুনিয়ার আর্টিস্ট লতিফ’, ‘‘ডাকাতের বউ’, তুহিন হোসেনের পরিচালনায় ‘‘একটি পূর্ণদৈর্ঘ্য প্রেম’, মামুন খানের পরিচালনায় ‘বুঝতে হবে’, মিজানুর রহমান আরিয়ানের ‘শোক হোক শক্তি’, মিলন ভট্টাচার্য্যর পরিচালনায় ‘ভালো হইতে পয়সা লাগে না’ , ‘বৃষ্টি ভেজার দিন’, নুসরাত ইমরোজ তিশার সঙ্গে ‘পেজ সিক্সটিন’- সহ আরও অনেক নাটক।

অপূর্বকে এবারও রোমান্টিক নাটকেই বেশি দেখা যাবে। এ সপ্তাহেই শুটিং শেষ করলেন অনন্য ইমনের ‘নীল ফুল’, শেখ সেলিমের পরিচালনায় ‘টাইম ল্যাপস’, এস এ হক অলিক পরিচালিত ‘তুমি আমার হবে’ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় অপূর্ব অভিনীত ‘প্রবাসী’ নাটকটিও এই ঈদে যে বেশ আলোচনায় থাকবে তা বলা যায়। মেহজাবিন শুটিংয়ে ব্যস্ত তপু খানের পরিচালনায় ‘হয় বন্ধু, নয় প্রেম’ নাটক নিয়ে। যেখানে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, প্রভা ও জোভান। দুদিন আগে মেহজাবিন শেষ করেছেন ‘রং বদল’ নামের একটি নাটকে।

মহিদুল মহিমের পরিচালনায় তার বিপরীতে আছেন ইরফান সাজ্জাদ। এ জুটি ‘মিঠাই মণ্ডা’, ‘স্বপ্ন এনেছি কুড়িয়ে’ নামের নাটকেরও শুটিং শেষ করলেন সম্প্রতি। সজলও ঈদের কাজ নিয়ে ব্যস্ত। কিছুদিন আগে সুমাইয়া শিমুর সঙ্গে জুটি হয়ে ফেরদৌস হাসানের ‘সবুজ দরজা’ নাটকে কাজ করলেন। ‘ভালোবাসার সীমান্ত’ শিরোনামের নাটকে অভিনয় করেছেন সজল ও আশনা হাবিব ভাবনা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মনজুরুল আলম।

আবু হায়াত মাহমুদের পরিচালনায় নির্মিত হয় ‘আবার এলো যে সন্ধ্যা’ নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, ড. ইনামুল হক, আবুল হায়াত, মামুনুর রশিদ, শহিদুজ্জামান সেলিম, সাফা কবির, মিশু সাব্বির সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, তিনু করিম ও আহমেদ সুজন। টেলিফিল্মটি ঈদুল আজহায় চ্যানেল আইতে প্রচার হবে।

জন্য ঈদ স্পেশাল ফিকশন নির্মাণ করেছেন। তিন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, সালাউদ্দিন লাভলু ও অমিতাভ রেজার পরিচালনায় মানিকগঞ্জে শুটিং হয়েছে ‘রৌদ্র ছায়ার খেলা’র শুটিং। অভিনয়ে রানী আহাদ, হাসনাত রিপন, হিমিসহ অনেকেই। নির্মাতা মাহমুদ দিদার নির্মাণ করলেন আগামী ঈদের বিশেষ নাটক ‘সিনেমা সিনেমা খেলা’। শাহাদাত রাসেলের গল্প ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে নাটকটি। অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, অ্যালেন শুভ্র ও নীলাঞ্জনা নীলা। একুশে টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে নাটকটি।

এছাড়াও দিদারের পরিচালনায় ঈদে আসছে ‘এই শহরে আমাদের কোনো ঘর নেই’। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও মিম মানতাশা। সকাল আহমেদের পরিচালনায় চঞ্চল চৌধুরী সম্প্রতি শুটিং করলেন ‘টাউট নম্বর ওয়ান’ নাটকে। তার সঙ্গে অভিনয় করেছেন মম। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি ঈদে বাংলাভিশনে আসছে।

অভিনেত্রী নাদিয়া আহমেদ উত্তরার একটি হাউজে শুটিং শেষ করলেন সকাল আহমেদের পরিচালনায় ‘গল্প শেষে’ নামে নাটকে। তাঁর সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। নির্মাতা সাজ্জাদ সুমনের পরিচালনায় আবারো আসছে কলুর বলদ-২। এবারও অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ।

শৌর্য দীপ্ত সূর্যর রচনা ও পরিচালনায় আরেকটি নাটকের নাম ‘নার্ভাস ব্রেক ডাউন’। অভিনয় করেছেন জাহিদ হাসান। আর আছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। আসছে ঈদ উপলক্ষে নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন স্নিগ্ধা মোমিন ও তৌসিফ মাহবুব। নাটকের নাম ‘তোমার প্রেমে বিভোর হয়ে’। এটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।

এছাড়াও পরিচালকদের কাছ থেকে জানা যায়, চয়নিকা চৌধুরীর টেলিফিল্ম ‘গল্পটি হতেও পারতো ভালোবাসার’, আরিফ রহমানের ‘হিটলারের মৃত্যু চাই’ জাকিউল ইসলাম রিপনের ‘আমি বিবাহ করিবো না’ রাজিবুল ইসলাম রাজিবের ‘প্রেম নয়, তার চেয়েও বেশি কিছু’ মাহমুদ দিদারের ‘এই শহরে আমাদের কোন ঘর নেই’,

আরিফ খানের ‘ভুলে ভরা গল্প’ তানিয়া আহমেদের ‘গৃহভৃত্য’, মোস্তফা কামাল রাজের পরিচালনায় আসছে ‘বিবাহ কলহ’, ওয়াসিম সিতারের ‘রোলিং ইন দ্যা ডিপ’ দীপু হাজরার পরিচালনায় ‘ভাগের মা’ , ইমরাউল রাফাতের ‘সানাই’ হাবিব শাকিল ‘রিক্সায় কোন রিক্স নাই’, ফাহমিদা ইরফানের ’ সাদা ক্যানভাসে তুমি আর আমি’, শিহাব শাহিনের নির্মাণে নাটক ‘পার্টনার’ সহ বেশ কিছু নাটকে কাজ করেছেন। ‘ছবিয়াল রি-ইউনিয়ন’-এর সাফল্যের পর এবার ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’। মোস্তফা সরয়ার ফারুকী ও তাঁর ভাই-বেরাদর নির্মিত ৭টি নাটক প্রচারিত হবে ঈদে, চ্যানেল আইয়ের পর্দায়।

ভাই- বেরাদার প্রায় সবাই শেষ মূহূর্তে ব্যস্ত তাদের নাটক নিয়ে। মোস্তফা সারয়ার ফারুকীর ‘আয়েশা’, রেদওয়ান রনির ‘পাতা ঝরার দিন’, আশফাক নিপুনের ‘সোনালী ডানার চিল’, আব্দুল্লাহ আল মুক্তাদির ও ফাহাদ খানের পরিচালনায় ‘পাতলা খান লেনে বাঘ আসিয়াছিল’, নাজমুল নবীন ও মাহমুদুল হাসান আদনানের ‘আজকে না হয় ভালোবাসো’ এবং মোমিন বিশ্বাস ও লোটাস মজুমদার পরিচালিত ‘লিটনের গরিবি ফ্ল্যাট’। মোস্তফা সরয়ার ফারুকী জানালেন প্রায় সব নাটকের শুটিং শেষ।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৬ আগস্ট ২০১৮, ১১:০৫ অপরাহ্ণ ১১:০৫ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ