সোশ্যাল মিডিয়া

বাজপেয়ীর প্রিয় নায়িকা কে?

ধীরে-সুস্থে এসে বসতেন। সময় নিয়ে কথা বলতেন। কিন্তু সিদ্ধান্ত যখন নিতেন তা হত নামের মতোই অটল। রাজনীতি বাজপেয়ীর জীবনের পাথেয় ছিল। কিন্তু এর বাইরেও ছিল তাঁর কিছু পছন্দ-অপছন্দ। সময়ের সঙ্গে সঙ্গে তা সামনে এসেছে। ক্ষুরধার ছিল তাঁর লেখার হাত।

এ কথা কমবেশি সকলেই জানেন। প্রকৃতিপ্রেমী ছিলেন তিনি। সবুজের মাঝে থাকতে ভালবাসতেন। পছন্দের জায়গা ছিল মানালি। সময় পেলেই সেখানে চলে যেতেন। কাছের মানুষরা জানতেন প্রাক্তন প্রধানমন্ত্রীর এই দুর্বলতার কথা। কিন্তু একটি বিষয় হয় তো অনেকেই জানেন না।

সিনেমা দেখতে ভালবাসতেন বাজপেয়ী। বিশেষ করে বলিউডের এক নায়িকা বেশ পছন্দের ছিল তাঁর। ভাললাগা এতটাই ছিল যে ওই অভিনেত্রীর একটি সিনেমা অন্তত ২৫ বার দেখেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।জানেন কে সেই অভিনেত্রী? তিনি আর কেউ বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী।

বর্তমানে যিনি ভারতীয় জনতা পার্টিরই মথুরা কেন্দ্রের সাংসদ। এক সাক্ষাৎকারে হেমা নিজে জানিয়েছিলেন এ কথা। ১৯৭২ সালে মুক্তি পেয়েছিল পরিচালক রমেশ সিপ্পির ছবি ‘সীতা অউর গীতা’।

ছবিতে হেমা যমজ বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। বিপরীতে ছিলেন ধর্মেন্দ্র ও সঞ্জীব কুমার। ছবিটি বাজপেয়ীর ভীষণ পছন্দের। অন্তত ২৫ বার নাকি তিনি সিনেমাটি দেখেছিলেন।

প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের প্রথম সাক্ষাতের কথা স্মরণ করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। যে বাজপেয়ী হাজার হাজার মানুষের সামনে বলিষ্ঠ বক্তব্য রাখতেন, তিনি নাকি নায়িকার সঙ্গে কথা বলতেই পারছিলেন না। বারবার তোতলাচ্ছিলেন।

কেন এমনটা হচ্ছে? বাজপেয়ীরই এক ঘনিষ্ঠের কাছে জানতে চেয়েছিলেন হেমা। তিনিই তাঁকে জানান, প্রাক্তন প্রধানমন্ত্রীর অনুরাগের কথা। পরে অবশ্য সম্পর্ক অনেক স্বাভাবিক হয়ে যায়।

২০১৪ সালে মথুরা কেন্দ্র থেকে বিজেপির হয়ে দাঁড়ান হেমা। রাষ্ট্রীয় লোক দলের জয়ন্ত চোধুরিকে তিন লক্ষেরও বেশি ভোটে হারিয়ে বর্তমানে মথুরার সাংসদ তিনি।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৬ আগস্ট ২০১৮, ১০:৫৫ অপরাহ্ণ ১০:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ