রাশিফল

আটক সেই ঢাবি ছাত্রীকে যে তিন প্রশ্ন করে গোয়েন্দা পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ তাসনিম আফরোজ ইমিকে জিজ্ঞাসাবাদ শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জিম্মায় ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় ছেড়ে দেয় ডিবি। পরে তাকে পরিবারের জিম্মায় দেয়া হয়।

সূত্রমতে গোয়েন্দা কার্যালয়ে ইমির কাছে জানতে চাওয়া হয় তিনি কোটা সংস্কার আন্দোলন এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কিনা। কি কারণে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

ইমি জানিয়েছেন তিনি কোটা সংস্কারের দাবিতে গড়ে উঠা আন্দোলনে সম্পৃক্ত। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা গালি দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ইমি স্ট্যাটাস দিয়েছিলেন। এছাড়া তার পরিবারের লোকজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

সূত্র জানায়, গোয়েন্দা কার্যালয়ে ইমির মোবাইল ফোন, ফেসবুক আইডি পরীক্ষা করা হয়। তাকে জানানো হয়, ফোন এবং ফেসবুকে তার গতিবিধি পর্যবেক্ষণ করা হবে।

ইমির বাবা সরিষাবাড়ী যমুনা সার কারখানায় চাকরি করেন। তিন ভাই-বোনের মধ্যে ইমি সবার বড়। গ্রামের বাড়ি খুলনা হলেও বাবার চাকরির সুবাদে পরিবারের সদস্যদের নিয়ে সরিষাবাড়ী থাকেন। মেজো ভাই সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।

ইমি ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা বিষয়ক সংগঠন স্লোগান ’৭১-এর সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছায় রক্তদান সংগঠন বাঁধনের শামছুন্নাহার হলের সাবেক সভাপতি।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৬ আগস্ট ২০১৮, ১২:৫৪ অপরাহ্ণ ১২:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ