টেক

মেয়ে সেজে ছেলে ঠকানো!

কণ্ঠ বলতে গেলে মেয়েদের মতোই। শুনলে মনে হবে রিনরিনে কণ্ঠস্বরের এক কিশোরী কথা বলছে। তারই প্রেমে হাবুডুবু খেতে লাগল এলাকার তরুণরা। ইচ্ছামতো দামি মোবাইল, সোনার গয়না থেকে টাকাপয়সা- সবই সেই কিশোরীকে উপহার দিত তারা। ক্রমে সামনে এল আসল রহস্য। জানা গেল, ওই 'কিশোরী' আসলে কিশোর! ঘটনাটি ঘটেছে ওপার বাংলার পশ্চিম মেদিনীপুর ঘাটাল থানার অন্তর্গত সিংহডাঙা গ্রামে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওই কিশোর মেয়েলি গলায় ফোন করে একের পর এক ছেলেকে প্রতারণা করেছিল। সে কারও সঙ্গেই দেখা করত না। কেবল ফোনের প্রেমালাপেই ঘায়েল করত তাদের। ছবি দেখতে চাইলে ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করে পাঠিয়ে দিত। ক্রমে প্রেম জমে গেলে তার কাছ থেকে চেয়ে নিত পছন্দমত উপহার। বেশ ভালোই চলছিল তার দিনকাল। কিন্তু শেষ পর্যন্ত ধরা তাকে পড়তেই হলো। কিন্তু কীভাবে ধরা খেল সে?

একই বন্ধু গ্রুপের বেশ কয়েকজনের সঙ্গে প্রেমের চেষ্টা করতে গিয়ে ফেঁসে যায় সেই কিশোর। তার কথিত 'প্রেমিক'রা যে উপহার পাঠাত, তা নিতে আসত সেই কিশোরের 'দাদা'। আসলে সেই কিশোরই 'দাদা' সেজে আসত উপহার নিতে। সর্বশেষ যাদের সঙ্গে সে প্রেম চালিয়ে যাচ্ছিল তারা ছিল একই বন্ধু গ্রুপের সদস্য। তারাই আসল ব্যাপারটা ধরে ফেলে।

তার পর কায়দা করে ফাঁদে ফেলে উপহার দেওয়ার নাম করে গত ১০ আগস্ট রাতে তাকে ডেকে পাঠায় তারা। ধরার পরে তাকে গণধোলাই দিয়েই ক্ষান্ত থাকেনি প্রেমিকের দল। একেবারে মাথা কামিয়ে, পোশাক খুলে গায়ে ওই কিশোরের গায়ে ঢেলে দেয় পোড়া মোবিল। ঘাটাল ক্ষীরপাই রাজ্য সড়কের বড়দা পাকাঘাট এলাকা থেকে বড়দাচৌকন পর্যন্ত হাঁটানো হয় তাকে। তবে অজানা কারণে পুলিশে দেওয়া হয়নি।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৩ আগস্ট ২০১৮, ১০:০৪ পূর্বাহ্ণ ১০:০৪ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ