আবহাওয়া

ফুল নেবে না, মামলা নেবে!

চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্ত্বর। সকাল থেকেই মোড়ের রাস্তার পাশে দলবল নিয়ে দাঁড়িয়ে আছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ। রাস্তা দিয়ে যানবাহন আসলেই আটকাচ্ছেন। কাগজপত্র ঠিকঠাক আছে কিনা খতিয়ে দেখচ্ছেন। সব ঠিকঠাক থাকলেই হাসিমুখে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আর থাকলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা।

সারাদেশের মতো চুয়াডাঙ্গায় অবৈধ যানবাহন আটকে সাঁড়াশি অভিযান শুরু করছে জেলা পুলিশ। গত ৫ আগস্ট থেকে এ অভিযান শুরু করা হয়। অভিযানের তৃতীয় দিনে বুধবার সকালে মাঠে নামেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার।

অবৈধ যানবাহন আটকে অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র ত্রুটিপূর্ণ হওয়ায় অর্ধশত যানবাহনকে মামলা দেন। আটক করেন বেশ কয়েকটি অবৈধ যানবাহন।
অভিযানে যেসব যানবাহন মালিকদের কাগজপত্র বৈধ পাওয়া যায় তাদেরকে ফুল দিয়ে অভিনন্দিত করেন মো. কলিমুল্লাহ। সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এ প্রসঙ্গে তিনি জানান, নিরাপদ সড়ক গড়ে তুলতে ও ট্রাফিক সপ্তাহ উপলক্ষে গত ৫ আগস্ট থেকে চুয়াডাঙ্গার চারটি উপজেলায় একযোগে অভিযান চলছে।

তিনি জানান, সব ভালো কাজে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে থাকতে চায়। আর এ কারণে যেসব বৈধ চালকদের কাগজপত্র হালনাগাদ আছে তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। এ থেকে অন্য চালকরাও উৎসাহিত হবে।

জেলা ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবুর রহমান জানান, গত ৪ দিনে জেলার চারটি উপজেলাতে প্রায় ৬ শতাধিক যানবাহনের মালিককে মামলা দেয়া হয়েছে। আটক করা হয়েছে ২৫টি অবৈধ যান।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৮ আগস্ট ২০১৮, ৪:২৭ অপরাহ্ণ ৪:২৭ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ