আবহাওয়া

সপ্তাহে ছয় দিন খোলা থাকবে বিআরটিএ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের অফিস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও খোলা থাকবে। এ তথ্য জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শুক্রবার ছাড়া সপ্তাহের অন্য ছয় দিন বিআরটিএ অফিস খোলা থাকবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সারা দেশে বিআরটিএর সব অফিস খোলা থাকবে। লাইসেন্স করা, লাইসেন্স নবায়ন, ফিটনেস সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্সসহ সব কার্যক্রম এ সময় চলবে।’

গতকাল সোমবার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন আইনের নতুন খসড়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,

‘বেপরোয়া যান চালনায় মানুষ হত্যা হলে ১৯৮৩ সালের আইনে তিন বছর জেলের বিধান ছিল, সেটাই স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে পাঁচ বছর করা হয়েছে।

এ আইনে জামিনের কোনো সুযোগ নেই। হত্যার উদ্দেশ্যে যানবাহন চালালে এবং তা প্রমাণিত হলে তা ৩০২ ধারায় চলে যাবে এবং তাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।’
বেপরোয়া যান চলাচলে সাত বছরের কারাদণ্ড এবং সরকার চাইলে আরো কঠোর আইন করতে পারে,

উপস্থিত একজন সংবাদিক আদালতের এমন একটি অবজারভেশনের কথা বললে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সবার সঙ্গে আলোচনা করে পাঁচ বছরের বিধান রেখেছি। আরো আলোচনার জায়গা আছে।’

রাজধানীর রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী দুর্ঘটনায় নিহত হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘গাড়ির মালিক, ড্রাইভার, হেলপার গ্রেপ্তার হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে এবং যদি প্রমাণিত হয় তারা হত্যার উদ্দেশ্যে গাড়ি চালিয়েছে তাহলে ৩০২ ধারায় বিচার করার সুযোগ আছে।’

তিনি আরো বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পরিবার দুটিকে সহায়তা করা হবে।’

মহাসড়কে ছোট যানবাহন চলাচলের কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটে, এ বিষয়টি আইনে আছে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘কিছু বিধি-বিধান আছে। সেগুলো সবাইকে মেনে চলতে হয়। বিধি-বিধান আইনে যুক্ত করতে গেলে অনেক বড় হয়ে যাবে।’

সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, সম্পাদকমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, এ কে এম এনামুল হক শামীম, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, বিপ্লব বড়ুয়া প্রমুখ।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৭ আগস্ট ২০১৮, ১০:৪৩ পূর্বাহ্ণ ১০:৪৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ