চাকরি

চাকরি গেল খালেদার গুলশান অফিসের তিন সদস্যের

চাকরি হারালেন গুলশান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের তিন সদস্য। তারা হলেন কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তাকর্মী (সিএসএফ) মো. মাসুদার রহমান মাসুদ ও মো. এনামুল হক এনাম। তারা তিনজনই বেতনভোগী ছিলেন। এ বিষয়ে কথা বলতে গুলশান কার্যালয়ের সমন্বয়কারী ও পুলিশের সাবেক আইজি এম এ কাইয়ুমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান, এই তিনজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অনিয়মের অভিযোগ ছিল। গুলশান কার্যালয়ে তারা নিজেদের ব্যাপক প্রভাবশালী মনে করত। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ভাঙিয়ে নেতা-কর্মীসহ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে। দুর্ব্যবহার করার অভিযোগও পাওয়া গেছে।

বিএনপির এক নেতা জানান, কারাগারে যাওয়ার আগে একাধিকবার বিষয়টি বিএনপি চেয়ারপারসনকেও জানানো হয়েছে। তিনি জেলে যাওয়ার পরপরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এরপরই তাদের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে এই তিন সদস্যকে গুলশান কার্যালয়ে আসতে নিষেধ করে দেওয়া হয়। তবে তিনজনই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

জানা যায়, বেশ কয়েকদিন ধরে জসিম ও এনাম গুলশান কার্যালয়ে আসছেন না। বিএনপি চেয়ারপারসনের পরিবারের সদস্যদের সঙ্গে মাসুদের কিছুটা যোগাযোগ রয়েছে। তাকেও দায়িত্ব পালনে নিষেধ করা হয়েছে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৫ আগস্ট ২০১৮, ৫:৪৬ অপরাহ্ণ ৫:৪৬ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ