চাকরি

যে কারণে কারাগারে অট্টহাসিতে ফেটে পড়লেন খালেদা জিয়া!

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড প্রাপ্ত হয়ে প্রায় ছয় মাস ধরে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরোনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শুক্রবার বিকেলে সেখানে বিএনপি চেয়ারপারসনের বোন সেলিমা ইসলাম এবং ব্যক্তিগত চিকিৎসক মামুন আহমেদসহ পাঁচজন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান।

যেহেতু দীর্ঘদিন ধরে বিএনপি দাবি করে আসছিল খালেদা জিয়া অসুস্থ এবং তাঁর সুচিকিৎসা প্রয়োজন তাই ধারণা করা হচ্ছিল পরিবারের সদস্যরা তাঁর অসুস্থতা নিয়েই আলোচনা করবেন। কিন্তু গতকালের সাক্ষাতে এমন কিছু ঘটেনি। বরং নিরাপদ সড়কের দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে আলোচনা করেছেন তাঁরা। খালেদা জিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিমা ইসলাম এবং ডা. মামুন আহমেদ উভয়ই খালেদা জিয়াকে চলমান শিক্ষার্থী আন্দোলনের ফিরিস্তি দিয়েছেন। কোন মন্ত্রীকে কীভাবে হেনস্তা করা হয়েছে, কোথায় কী নাশকতা বা গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন তাঁরা।

এসব শোনার সময় খালেদ জিয়াকে খুব উৎফুল্ল দেখাচ্ছিল এবং তিনি বারবার ঘটনার বিশদ বিবরণ শুনতে চাচ্ছিলেন। এসময় মন্ত্রীদের রাস্তায় নামানোর বিবরণ শুনে অট্টহাসিতে ফেটে পড়েন সাবেক এই প্রধানমন্ত্রী। অথচ বেশ কয়েকদিন ধরেই বিএনপি দাবি করছিল খালেদা জিয়া অসুস্থ কিন্তু সরকার তাঁর চিকিৎসার ব্যবস্থা করছে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির অনেক নেতা বিভিন্ন সময়ে তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানোর দাবি করেছেন।

এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তেমন কোনো আলোচনাই হয়নি যে আলোচনাটি একজন অসুস্থ মানুষের সঙ্গে সাক্ষাতের সময় হওয়া খুবই স্বাভাবিক ছিল। এমনকি সাক্ষাৎ শেষে দেখা করতে আসা পাঁচজনকে খালেদা জিয়া বিদায় দিতে অনেক দূর এগিয়ে যান এবং আন্দোলনের খবর সংগ্রহ করে পরবর্তীতে আবার সাক্ষাৎ করতে আসার জন্য অনুরোধ করেন।

এছাড়া তিনি অনুযোগ করে বলেন, জেলখানায় তাঁর কক্ষে একমাত্র বিটিভি চালু আছে আর বিটিভিতে এই আন্দোলনের কোনো খবরই দেখানো হয় না। খালেদা জিয়ার হাবেভাবে স্পষ্ট, আসলে তিনি তেমনভাবে অসুস্থই নয়। কারণ অসুস্থ অবস্থায় একজন মানুষের পক্ষে উৎফুল্ল হওয়া বা নাশকতার সংবাদের জন্য অপেক্ষা করে থাকাটা একটি বিস্ময়কর ঘটনা।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৪ আগস্ট ২০১৮, ২:০৬ অপরাহ্ণ ২:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ