রাজনীতি

‘মোশাররফ করিমের ভাঁড়ামি এখন অসহ্য লাগে’

তিনি এ প্রসঙ্গে ফেসবুক পোস্টে বলেন, ‘নতুন হিসেবে ইরফান সাজ্জাদ, সিয়াম, তৌসিফ, জোবান এরাও ভালো কাজ করছেন। কিন্তুু মোশাররফ করিম সেই ধোঁকাবাজি আর জোর করে দর্শক হাসানো নিয়েই পড়ে আছেন।

একজন সিনিয়র অভিনেতার এই মানসিকতা থেকে বের হয়ে জেন্টলম্যান টাইপের কিছু নাটক উপহার দেওয়া উচিৎ। আমি কিন্তুু মোশাররফ করিমের হেটার না।’

জাহির আহমেদের এমন অভিযোগের সাথে অনেকেই সহমত পোষণ করতে দেখা গেছে কমেন্ট বক্সে। ইসমাঈল হোসেন নামে একজন কমেন্টে লিখেছেন, ‘ সহমত ! ও তো এখন একটা বস্তাপঁচা অভিনেতা ! যতসব থার্ডক্লাস, ক্লাসলেস ফালতু নাটক করে ! এইসব কারণে এই খবিশের নাটক দেখা ছেড়ে দিসি।’

আল সামি নামে আরেকজন লিখেছেন, ‘সব কথার শেষ কথা হচ্ছে উনার একটু কম কাজ করা উচিৎ, ক্ষেপ মারার মতো লাগাতার কাজ করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। এই পর্যায়ে এসে বেছে বেছে কাজ করা উচিৎ।’

তারেক আজিজ নামে আরেকজন লিখেছেন, ‘উনার ভাঁড়ামি নাটকের ধারাবাহিকতা গত ৩ বছর থেকে চলছে। আমি একসময় উনার নাটক ছাড়া কিছুই দেখতাম না, কিন্তু এখন উনার নাটক ছাড়া সবই দেখি।’ তবে উপরোক্ত সমালোচনার প্রতিবাদ করতে দেখা গেলো অনেক ভক্তদের।

শাহাদাৎ হোসাইন নামে একভক্ত এমন মন্তব্যের প্রতিবাদ করে লিখেছেন, ‘না ভাই আপনি হয়তো ঘুড়িয়ে ফিরিয়ে ওনার একই ঘরনার নাটক আর টেলিফিল্ম দেখছেন তাই এমন মনে হচ্ছে।

কমেডি ছাড়া অন্যান্য নাটকগুলো দেখেন। কারণ কারো প্রতি একবার বিরক্তি ধরে গেলে তা থেকে আর বের হওয়া কঠিন। পরে তার চেহারাই দেখতে ইচ্ছা করবে না।’

শামসুর সরদার নামে আরেকভক্ত লিখেছেন, ‘বুঝি না মোশারফ করিমকে নিয়েই কেন সবসময় আপনারা নেগেটিভ সমালোচনা করেন। দেখুন আমরা ইন্ডিয়ানরা মোশারফ করিমের জন্যই নাটক দেখি। আর কাদের যেন নাম করলেন। উনাদের বেশীরভাগ কেই আমরা চিনিও না।’

কামরুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, ‘মোশারফ ছাড়া আর ভালো কমেডি নাটক কি করছে পারলে দেখান। এখন পর্যন্ত কমেডি নাটক মোশারফ করিমের মতো কেউই করতে পারে নাই।

ওনাকে নিয়ে বেশি ভাবছেন তাই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর সব নাটক যে হিট হবে এমনটা ভাবাও বোকামী। নাটকে রোমান্টিকতা দেখতে দেখতে বোরিং হয়ে আবার সেই মোশারফ এর নাটক ই দেখতে হবে। আর মোশারফ করিম যদি ধোঁকাবাজি করে মনে করেন তাহলে ওনার নাটক দেখা বাদ দেন ভাই।’

তথ্যসূত্র : ফেসবুক।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২১ জুলাই ২০১৮, ৯:০০ অপরাহ্ণ ৯:০০ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ