প্রবাস

রাশিয়া বিশ্বকাপে কোন দল কত টাকা করে পাবে?

খেলাটা দর্শকদের কাছে বিনোদন কিংবা স্রেফ আবেগ হলেও ফুটবলার কিংবা ফুটবল সংস্থাগুলোর কাছে এর বাণিজ্যিক গুরুত্ব সবচেয়ে বেশি। বিশ্বকাপের প্রতিটি পর্বে বিজয়ী এবং পরাজিত দলগুলোকে অর্থমূল্য পুরস্কার হিসেবে দিয়ে থাকে ফিফা। রাশিয়া বিশ্বকাপেও এর ব্যত্যয় ঘটেনি। বরং বেড়েছে টাকার অংক। এবার দেখে নেওয়া যাক কোন দলগুলো কত টাকা করে পাচ্ছে চলতি বিশ্বকাপে:

গ্রুপ পর্ব : পোল্যান্ড, সেনেগাল, সার্বিয়া, কোস্টারিকা, দক্ষিণ কোরিয়া, জার্মানি, তিউনিসিয়া, পানামা বিদায় নিয়েছে গ্রুপ পর্বেই। দেখা যাচ্ছে, গ্রুপ পর্বে ছিটকে যাওয়া সব দলের জন্য মোট পুরস্কারমূল্য ১২৮ মিলিয়ন ডলার।

শেষ ষোলো : নক-আউট পর্বের শেষ ষোলো থেকে এখন পর্যন্ত বিদায় নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, ইনিয়েস্তার স্পেন, ডেনমার্ক, মেক্সিকো এবং এশিয়ার দেশ জাপান। দ্বিতীয় রাউন্ডে বিদায় নেওয়া প্রত্যেক দল পাবে ১২ মিলিয়ন ডলার। দলগুলোর মিলিত পুরস্কারমূল্য ৯৬ মিলিয়ন ডলার।

কোয়ার্টার ফাইনাল : কোয়ার্টার ফাইনালে যে দলগুলো হারবে, সেই ৪ দল পাবে ১৬ মিলিয়ন ডলার করে। ধরা যাক, ঊরুগুয়ের বিপক্ষে হেরে গেল ফ্রান্স। তখন ফ্রান্স পাবে ওই অঙ্কের টাকা। এই দলগুলোর জন্য মোট পুরস্কারমূল্য ৬৪ মিলিয়ন ডলার।

চতুর্থ স্থান : চতুর্থ স্থানে থাকা দল পাবে ২২ মিলিয়ন ডলার। চার বছর আগে ব্রাজিল ছিল চতুর্থ দল। তারা পেয়েছিল ২০ মিলিয়ন ডলার। এবার অঙ্ক বেড়েছে।

তৃতীয় স্থান : তৃতীয় স্থানে থাকা দল পাবে ২৪ মিলিয়ন ডলার। চার বছর আগে তৃতীয় স্থানে ছিল নেদারল্যান্ডস। তারা পেয়েছিল ২২ মিলিয়ন ডলার। এবার দুই মিলিয়ন ডলার বেড়েছে পুরস্কারমূল্য।

রানার্সআপ : বিশ্বকাপ ফাইনালে হারার যন্ত্রণা কী, তা মেসির চেয়ে ভালো কেউ জানে না। চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপে রানার্সআপ হয়ে আর্জেন্টিনা পেয়েছিল ২৫ মিলিয়ন ডলার। এবার সেই অঙ্ক বেড়ে হচ্ছে ২৮ মিলিয়ন ডলার।

চ্যাম্পিয়ন : কে হবে এবারের বিশ্বচ্যাম্পিয়ন? ব্রাজিল কি পারবে হেক্সা মিশন সফল করতে? নাকি সব হিসাব নিকাশ উল্টে দেবে বেলজিয়াম? যে দলই জিতুক, তারা পাবে ৩৮ মিলিয়ন ডলার। গতবার চ্যাম্পিয়ন হয়ে জার্মানি পেয়েছিল ৩৫ মিলিয়ন ডলার।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৩ জুলাই ২০১৮, ৯:৪২ অপরাহ্ণ ৯:৪২ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ