প্রবাস

তাহলে কী ফাইনাল খেলবে আর্জেন্টিনা?

হাফ ছেড়ে বাঁচল আর্জেন্টিনা। নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শুধু এ কারণেই নয়, তাদের হাফ ছেড়ে বাঁচার আরও একটি কারণ আছে।

এ ম্যাচে গোল পেয়েছেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল। দেখা গেছে পুরনো ছন্দে। এটি অবশ্যই কোটি আর্জেন্টাইন ভক্তের জন্য সুখের বার্তা। এমন রূপে ছোট ম্যাজিসিয়ানকে দেখা গেলে ভালো কিছুর আশা করতেই পারেন তারা।

শেষ ষোলোতে যেতে জয় ভিন্ন কোনো বিকল্প পথ খোলা ছিল না আর্জেন্টিনার। সেখানে ড্র হলেই পরের পর্বে উঠে যেতো নাইজেরিয়া। এমন সমীকরণ নিয়ে সেন্ট পিটাসবার্গে আক্রমণাত্মক শুরু করে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দলটি।

শুরুতেই সুপার ঈগলদের ওপর ঝাঁপিয়ে পড়েন জয় পেতে মরিয়া লিওনেল মেসিরা। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখেন তারা।

এর ফলও আসে হাতেনাতে। ১৪ মিনিটে এভার বানেগার থ্রু থেকে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন মেসি। এ নিয়ে দীর্ঘ ৬৬২ মিনিট পর বিশ্বকাপে গোলের দেখা পেলেন তিনি।

এবারের বিশ্বকাপে এটিই তার প্রথম গোল। সব মিলিয়ে ফুটবলের সর্বোচ্চ আসরে ফুটবলের বরপুত্রের গোলসংখ্যা দাঁড়াল ৬। এ গোলের সুবাদে তৃতীয় আর্জেন্টাইন ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন বার্সা তারকা।

গেল বিশ্বকাপেও গ্রুপপর্বের শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট কেটেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেও জোড়া গোল করেছিলেন মেসি। এরপর বহুদূর গিয়েছিল দলটি।

শেষ পর্যন্ত ফাইনালি লড়াইয়ে অতিরিক্ত সময়ে মারিও গোতসের গোলে স্বপ্নভঙ্গ হয়েছিল ডিয়েগো ম্যারাডোনার দেশের। এবারো গোল করলেন ওয়ান্ডারম্যান। তাহলে কী ফের ফাইনাল খেলবে আর্জেন্টিনা?

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৭ জুন ২০১৮, ৪:৩৮ পূর্বাহ্ণ ৪:৩৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ