আবহাওয়া

হঠাৎ স্বর্ণের বাজারে ব্যাপক ধস, প্রতি ভরি স্বর্ণের বর্তমান দাম কত জানেন?

হঠাৎ স্বর্ণের বাজারে ব্যাপক ধস, বিশ্ববাজারে তেজ হারিয়েছে, দাম ৫ মাসের মধ্যে সর্বনিম্নে !! চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য যুদ্ধের ‘অবসান’ ঘটছে। দুই দিন আগে মার্কিন ও চীন কর্তৃপক্ষ থেকে এ খবর প্রকাশিত হওয়ার পর বিশ্ববাজারে তেজ হারিয়েছে স্বর্ণের বাজার।

রয়টার্সের খবরে বলা হচ্ছে, বাণিজ্য যু্দ্ধ পরিস্থিতি ‘শিথিল’ ও ডলার শক্তিশালী হওয়ার জেরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ৫ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।

সাধারণত বাণিজ্য ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে নিরাপদ বিনিয়োগ বলে খ্যাত স্বর্ণের দাম টানা বাড়তে থাকে।

সোমবার দুপুরের দিকে স্পট গোল্ডের দাম দশমিক ৬ শতাংশ কমে আউন্স প্রতি এক হাজার ২৮৩ ডলারে কেনাবেচা হয়। যা দিনের এক সময় আরও দুই ডলারে কমেছিল। এদিকে আগামী জুনে ডেলিভারি হতে যাওয়া ইউএস গোল্ড বিক্রি হয় দশমিক ৭ শতাংশ কমে এক হাজার ২৮২ ডলারে।

থিঙ্ক মার্কেটের প্রধান বাজার বিশ্লেষক নাঈম আসলাম বলছেন, বিশ্বের প্রধান প্রধান বেশ কিছু মুদ্রার বিপরীতে ডলার শক্তিশালী হওয়ার কারণে এখন চাপে আছে স্বর্ণ। যে কারণে মূল্যবান পণ্যটির দাম বাড়ছে।

‘তাছাড়া বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্য বাণিজ্য যুদ্ধ পরিস্থিতি ‘শিথিল’ হওয়াও এ বাজারকে প্রভাবিত করছে।’

দুইদিন আগে যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ হি বলেন, যেকোনো বাণিজ্য যুদ্ধ এবং শুল্ক বৃদ্ধির হুমকি থেকে সরে আসার ব্যাপারে চীন ও যুক্তরাষ্ট্র উভয়পক্ষ সম্মত হয়েছে।

এরপরই বেশকিছু মুদ্রার বিপরীতে ডলার শক্তিশালী হতে থাকে। জাপানের মুদ্রা ইয়েনের বিপরীতে এখন ডলারের মান বেড়েছে গেলো ৫ মাসের মধ্যে সর্বোচ্চে।

স্বর্ণের বাজার বিশ্লেষণকারী সংবাদ সংস্থা বুলিয়ন ভল্টের তথ্যানুযায়ী, গেলো সপ্তাহে আন্তর্জাতিক বাজারে এক আউন্স স্বর্ণ ছিল এক হাজার ৩২১ ডলার। এর আগে এপ্রিলের মাঝামাঝিতে যা ছিল এক হাজার ৩৫০ ডলার। অর্থাৎ মাত্র এক মাসে এ বাজারে দাম কমেছে প্রায় ৭০ ডলার।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারের সঙ্গে স্বর্ণের দাম সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলে দেশের বাজারেও কমানোর সিদ্ধান্ত নেয়া হয়।

সমিতির সবশেষ তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রাখা হচ্ছে ৫০ হাজার ৯৫৪ টাকা। আর ২১ ক্যারেটের ভরি নেয়া হচ্ছে ৪৮ হাজার ৬৮০ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ৪৩ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২৬ হাজার ৪০৯ টাকা।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার ধারা বজায় থাকলে দেশের বাজারেও শিগগির দাম কমতে পারে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৩০ মে ২০১৮, ৪:৪২ অপরাহ্ণ ৪:৪২ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ