রেসিপি

শিশু আব্রামকে কোন ধর্মের শিক্ষা দিচ্ছেন অপু?

শিশু আব্রামকে কোন ধর্মের শিক্ষা দিচ্ছেন? কোন ধর্মের শিক্ষা দিচ্ছেন- ২০০৮ সালে শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস। তখন নিজের নাম পরিবর্তন করে রাখেন অপু ইসলাম। বিয়ের পর থেকেই নাকি তিনি প্রতি রমজানে রোজা রাখেন, নামাযও পড়েন। আর পেছনে কারণ শাকিব খানই। তিনিও নিয়মিত রোজা রাখেন।

অপু জানান, শাকিব কখনো জোর করেননি রোজা রাখার জন্য। আমি নিজে নিজেই দোয়া আর সব নিয়ম কানুন এর ওর কাছ থেকে জেনে নিয়েছি। তবে তখন তো গোপনে রোজা রাখতাম। অনেক সময়ই শাকিব আর আমি একসঙ্গে ইফতারিও করেছি। শুটিংয়েও তখন কষ্ট হয় এমন কোন শট রাখতে দিতো না শাকিব।’

বর্তমানে রোজা পালনের পাশাপাশি অপু তার একমাত্র সন্তান আব্রাম খান জয়কে দেখভাল করছেন। একই সঙ্গে পুনরায় চলচ্চিত্রে ফেরার জন্য জোর প্রস্তুতি নিয়ে জিম করছেন। এ বছর ঈদে অপু বিশ্বাস অভিনীত ‘পাঙ্কু জামাই’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

তিনি জানান, ‘আসলে তা নিয়ে আমি কিছু জানি না। এখন পর্যন্ত কেউ জানাননি যে ছবিটা মুক্তি দেয়া হবে না। আমার যতটুকু শুটিং বাকি ছিল করে দিয়েছি। শুনেছি শাকিবের কিছু বাকি ছিল। যা-ই হোক ছবিটা মুক্তি পেলে ভালো লাগবে। আশা করা যায় ভালো করবে।’

আব্রাম বেড়ে উঠছে কোন রীতিতে? ‘আব্রাম অবশ্যই ইসলামিক নিয়ম কানুনে বেড়ে উঠছে। আমি যতটা পারি ওকে সেভাবেই বড় করার চেষ্টা করছি। ইসলামই ওর ধর্ম।

এটা পরিস্কার কথা। এখানে কোন সন্দেহ নেই। তাকেও নামায পড়া শেখাচ্ছি। আর ও যখন পাঞ্জাবি, টুপি পরে। অনেক কিউট লাগে। বাসায় থাকলে নিয়মিত ইফতারির আয়োজনও করি। সাহেবও তখন ইফতারির টেবিলে বসে (হাসি)…।’

এই রমজানে কোন প্রতিজ্ঞা আছে? ‘জীবনকে প্রতিনিয়তই পর্যালোচনা করছি। ভুলগুলো না করার চেষ্টা তো করবো। আর আমি হয়তো কাউকে অর্থ সম্পত্তি দিয়ে অতটা সাহায্য করতে পারবো না।

তবে কেউ যদি আমার কাছে আসে সাহায্যের জন্য। কখনো ফেরত দেই না। এবার সিদ্ধান্ত নিলাম। বিভিন্ন দাতব্য সংস্থা আছে। যারা গরীব অসহায়দের সাহায্য সহযোগিতা করে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২১ মে ২০১৮, ৬:১৩ পূর্বাহ্ণ ৬:১৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ