আবহাওয়া

রাজীব-রোজিনার পর বাঁচানো গেল না সুমনকেও

রাজীব-রোজিনার পর না ফেরার দেশে চলে গেলেন হানিফ ফ্লাইওভারে বাসের চাপায় পা হারানো কমিউনিটি পুলিশ সদস্য আলাউদ্দিন সুমনও।

পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২মে সকালে ওয়ারীর জয় কালীমন্দির এলাকায় হানিফ ফ্লাইওভারে দায়িত্ব পালন করার সময় তারাবো পরিবহনের একটি বাস ধাক্কা দিলে আলাউদ্দিনের বাম পা হাঁটুর নিচ থেকে থেতলে যায়।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নেয়া হয়।

গত সোমবার অবস্থার অবনতি হলে তাকে পুনরায় ঢামেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান সুমন।

নিহত সুমন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার নিতাইপুর গ্রামের আবু তাহেরের ছেলে। নারায়ণগঞ্জের সানারপাড়ে পরিবার নিয়ে থাকতেন তিনি।

এ ঘটনায় নিহতের ভাই সালাউদ্দিন পলাশ বাদী হয়ে ওয়ারী থানায় একটি মামলা করেছেন।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজার মোড়ে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের প্রতিযোগিতার মধ্যে হাত হারান সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজীবের মৃত্যুর পর গত ২০ এপ্রিল রাতে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির একটি দোতলা বাসের চাকায় পা বিচ্ছিন্ন হয় গৃহকর্মী রোজিনার। পরে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ২৯ এপ্রিল না ফেরার দেশে চলে যান রোজিনাও। ঢাকা টাইমস

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৮ মে ২০১৮, ১:৫৪ অপরাহ্ণ ১:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ