রেসিপি

ক্লাস ফোরে পড়া অবস্থায় কিভাবে অভিনয় এলেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা?

ক্লাস ফোরে পড়া – অভিনেত্রী হওয়ার কোনও অ্যাম্বিশন ছিল না ছোট পরদার ইমন, মানে মধুমিতা সরকারের। ২০১১-র ২৪ জুন। মধুমিতার স্মৃতিতে দিনটা এখনও উজ্জ্বল।

সে দিন ছিল ‘সবিনয় নিবেদন’-এর শ্যুটিংয়ের প্রথম দিন।

ক্লাস ফোরে পড়া অবস্থায় কিভাবে অভিনয় এলেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা?

সেটা শেষ হতে না হতেই ‘কেয়ার করি না’র অফার। তার পর ‘বোঝে না সে বোঝে না’, ‘কুসুমদোলা’। পরপর লিড চরিত্র পেয়েছেন মধুমিতা। তিনি যে এই মুহূর্তে ছোট পরদার অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী সেটা বলার অপেক্ষা রাখে না।

বিজ্ঞাপনের হাত ধরে, ক্লাস ফোরে ক্যামেরার সামনে হাতেখড়ি। ক্লাস টেনে পড়ার সময়ে একটি ছবিতেও অভিনয় করেছিলেন। যদিও তা মুক্তি পায়নি। মধুমিতার কথায়, ‘‘অভিনয় করাটা প্রথম দিকে পাজল সলভিংয়ের মতো মনে হতো।’’ পাখি না ইমন কোন চরিত্রের সঙ্গে মধুমিতার মিল বেশি?

‘‘ইমনের মতো অতটা চড়া না হলেও, অন্য কারও কথা ভেবে নিজের মত পাল্টে ফেলি না। যার সঙ্গে মানুষ অনেক বেশি রিলেট করতে পারে, এমন চরিত্রই পছন্দ,’’ বললেন স্পষ্টবাদী মধুমিতা। এ বছরই গ্র্যাজুয়েট হয়েছেন মধুমিতা। দু’বছর আগে বিয়ে সেরে ফেলেছেন অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে।

ক্লাস ফোরে পড়া অবস্থায় কিভাবে অভিনয় এলেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা?

মধুমিতার অভিনয়ের শিক্ষাগুরুও সৌরভ। এত ব্যস্ততার মধ্যে যদি কখনও ছুটি পেয়ে যান, তখন কী করেন? ‘‘একা থাকলে বই পড়ি, গিটার বাজাই, রান্না করি, নাচ করি। আর সৌরভ সঙ্গে থাকলে প্ল্যান হয় একশো রকমের। কিন্তু শেষমেশ করা হয়ে ওঠে ৫-৬টা কাজই,’’ হাল্কা হেসে বললেন ছোট পরদার পাখি।

নাম মধুমিতা সরকার৷ তবে পাখি, খুশি, ইমন এই সব নামেই বেশি জনপ্রিয় তিনি৷ বলছি কুসুম দোলা ধারাবাহিকের ইমনের কথা৷ সন্ধে হলেই যে ধারাবাহিকে ইমন থুড়ি মধুমিতাকে দেখার জন্য বাড়ির টেলিভশন সেটের সামনে বসে পড়েন দর্শকেরা৷ সেই ইমনেরই কিছু অন্যধরনের ছবি দেখে নিন আপনারাও৷

ক্লাস ফোরে পড়া অবস্থায় কিভাবে অভিনয় এলেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা?

কুসুম দোলা তাঁর পরিচিতি আরও অনেকটা বাড়িয়ে দিলেও, মধুমিতা কাজ শুরু করেছেন অনেক বছর আগেই৷ সেই সবিনয় নিবেদন থেকে শুরু৷ তারপর একে একে কেয়ার করি না, বোঝেনা সে বোঝেনা, মেঘবালিকা৷ কাজে বিরাম নেই এতটুকু৷

রুপোলি পর্দাতেও যেমন কেরিয়ারের শুরুতে দেখা দিয়েছেন, করেছেন মডেলিংও৷ অভিনয়ের জন্য পুরষ্কারও এসেছে তাঁর ঝুলিতে ইতিমধ্যেই৷

ক্লাস ফোরে পড়া অবস্থায় কিভাবে অভিনয় এলেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা?

বোঝেনা সে বোঝেনা-তে পাখির চরিত্রে যেমন নজর কেড়েছিলেন তিনি, কেয়ার করি না-তে আবার জুনিও কিন্তু ছিলেন দর্শকদের খুব কাছের৷

আর এখন কুসুম দোলার ইমন৷ প্রধান ভূমিকাতে মধুমিতা রয়েছেন ঋষি কৌশিকের বিপরীতে৷

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৭ মে ২০১৮, ৪:১৬ পূর্বাহ্ণ ৪:১৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ