প্রবাস

যার পরিবর্তে একাদশে ফিরছেন মোস্তাফিজ, থাকছে যে চমক

চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। টানা হারে এক সময় মনে হচ্ছিল হয়তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে রোহিত শর্মার দলকে। তবে শেষ সময়ে ঘুরে দাঁড়িয়েছে দলটি। টানা দুই ম্যাচ জিতে এখনো শেষ চারের স্বপ্ন ধরে রেখেছে দলটি।

এদিকে একই অবস্থা কলকাতার। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করলেও ৮ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে মুম্বাই। হাইভোল্টেজ ম্যাচে আজ (বুধবার) রাতে মাঠে নামবে দুই দল।

কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। কলকাতার মাঠে খেলা হওয়ায় স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে মুম্বাই। ইতিহাস বলছে, ঐতিহ্যবাহী মাঠটিতে ৮ বারের মুখোমুখিতে ৬ বারই জিতেছে মুম্বাই।

তাই নিজেদের মাঠে খেলা হলেও
পিছিয়ে থেকেই মাঠে নামবে দীনেশ কার্তিকরা। এদিকে আজকের ম্যাচে দুই দলের একাদশেই পরিবর্তন আসতে পারে।

মুম্বাই একাদশে সুযোগ মিলতে পারে উপেক্ষিত মোস্তাফিজুর রহমানের। কারণ কলকাতার মাঠের কথা বিবেচনায় এনে একাদশ পরিবর্তন করতে চাইবে মুম্বাই। সে ক্ষেত্রে চার ম্যাচে ব্যাট হাতে মাত্র ৩৬ রান ও কোন উইকেটের দেখা না পাওয়া ডুমিনি ছিটকে যেতে পারেন।

তবে উইনিং কম্বিনেশন ধরে রাখলে আজও খেলা হবে না মোস্তাফিজের। আর ইনজুরি কাটিয়ে আজকের ম্যাচে কলকাতার একাদশে ফিরতে পারেন পেসার শিভাম মাভি।

মুম্বাইয়ের সম্ভাব্য একাদশঃ সুরিয়াকুমার যাদব, এভিন লুইস, ঈশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), বেন কাটিং, ক্রুনাল পান্ডিয়া, হার্ডিক পান্ডিয়া, মায়াঙ্ক মারকান্ডে, মিচেল ম্যাকক্লেনাঘান, মোস্তাফিজুর রহমান/ জেপি ডুমিনি, জাসপ্রিত বুমরাহ।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৯ মে ২০১৮, ১১:৫১ পূর্বাহ্ণ ১১:৫১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ