চাকরি

হেফাজতে ইসলামে নতুন সমীকরণ বাবুনগরীর বিকল্প শেখ আহমেদ

দেশের আলোচিত অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশে ফের কোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে। এ দ্বন্দ্বের জেরে হেফাজতে ইসলামের বর্তমান মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিকল্প হিসেবে হেফাজতের প্রাণকেন্দ্র দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় নিয়োগ দেওয়া হয়েছে এক সিনিয়র মুহাদ্দিসকে।

হেফাজতে ইসলামের একটি অংশের দাবি- সদ্য যোগদান করা আল্লামা শেখ আহমেদই হতে যাচ্ছেন মাদ্রাসার প্রধান মুহাদ্দিস। পরবর্তীতে তিনি হবেন হাটহাজারী মাদ্রাসা ও হেফাজতে ইসলামের কাণ্ডারি।

তবে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘হেফাজতে ইসলামে কোনো কোন্দল নেই। একটি গ্রুপ কোন্দলের অপ-প্রচার করে নেতা-কর্মীদের মধ্যে মতানৈক্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।’ তিনি বলেন, ‘হেফাজতে ইসলামের কর্মপরিকল্পনা নির্ধারণ করে আমির, মহাসচিব ও শূরা সদস্যরা। তাদের সিদ্ধান্তের ভিত্তিতেই নেতা নির্বাচন করা হয়। এতে হাটহাজারী মাদ্রাসার কোনো ভূমিকা নেই।’

নাম প্রকাশ না করার শর্তে এক কওমি নেতা বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই ফটিকছড়ির নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমেদকে হাটহাজারী মাদ্রাসায় আনা হয়েছে।

তিনি অন্য যে কারও চেয়ে স্বচ্ছভাবে মাদ্রাসা ও অন্যান্য দায়িত্ব পালন করতে পারবেন। তাই আল্লামা আহমেদ শফি হাটহাজারী মাদ্রাসায় শেখ আহমেদকে নিয়োগ দিয়েছেন। তাকে হাটহাজারী মাদ্রাসায় নিয়োগের বিষয়টি পরিকল্পনার প্রাথমিক ধাপ। মূলত তাকে আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিকল্প হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

হেফাজতে ইসলাম ও হাটহাজারী মাদ্রাসা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, হাটহাজারী মাদ্রাসার বর্তমান মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমেদ শফির স্থলাভিষিক্ত তিনিই হবেন যিনি হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদিস ও বয়সে সিনিয়র। এ ছাড়া যোগ্যতা থাকলে স্থানীয় কাউকে মাদ্রাসার মহাপরিচালক করার বিধান রয়েছে হাটহাজারী মাদ্রাসার। তাই হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক নির্বাচনে এসব যোগ্যতার মাপকাঠিতে এগিয়ে রয়েছেন সদ্য মাদ্রাসায় যোগদান করা আল্লামা শেখ আহমেদ।

যদিও বর্তমান মাদ্রাসার মূঈনে মুুহতামিম বা সহযোগী পরিচালকের দায়িত্ব পালন করছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। জানা যায়, নানা ইস্যুতে সম্প্রতি হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে স্পষ্ট দুটি গ্রুপের একটির নেতৃত্ব দিচ্ছেন আল্লামা আহমেদ শফির ছেলে আনাস মাদানী। অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী অনুসারী ঢাকা ও চট্টগ্রামের তিন নেতা। গত ২৬ এপ্রিল হাটহাজারী মাদ্রাসায় একটি রুদ্ধদ্বার বৈঠক করেন বাবুনগরীর অনুসারীরা।

ওই বৈঠকের পর চরম ক্ষুব্ধ হন আনাস অনুসারীরা। তারা জুনায়েদ বাবুনগরীকে ঠেকাতে কওমি আলেম শেখ আহমেদকে হাটহাজারী মাদ্রাসায় আনার পরিকল্পনা করেন।

নাম প্রকাশ না করার শর্তে এক কওমি নেতা বলেন, যিনি হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হবেন, তিনিই আল্লামা শফি যেসব প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিত্ব করছেন সে সব পদে অসীন হবে। হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক গঠনতন্ত্র অনুযায়ী বেফাকের চেয়ারম্যান, সরকারি স্বীকৃতি নেওয়ার জন্য গঠিত কওমি শিক্ষা বোর্ড ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র চেয়ারম্যান এবং হেফাজতে ইসলামের আমির নির্বাচিত হবেন। যদি শেখ আহমেদ বর্তমান মহাপরিচালক আহমেদ শফির স্থলাভিষিক্ত হয়ে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক নির্বাচিত হন, তখন তিনি হেফাজতে ইসলামসহ কওমিদের অন্য সংগঠনগুলোর নেতৃত্ব দেবেন।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৯ মে ২০১৮, ৩:০২ পূর্বাহ্ণ ৩:০২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ