চাকরি

লন্ডনে তারেক-মওদুদ বৈঠক, কি আলোচনা হলো?

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ দেশে ফেরার পর থেকেই ফুরফুরে মেজাজে আছেন নেতাকর্মীরা। যুক্তরাজ্য সফরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে কয়েকদফা বৈঠক করেছেন তিনি। তিন সপ্তাহের সফর শেষে গত বৃহস্পতিবার (৩ মে) দেশে ফিরেছেন বিএনপির বহুল আলোচিত এই নেতা।

তারেক রহমানের সাথে তার সম্পর্কের টানাপোড়েন নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা করছিলো একটি মহল। আর এমনতাবস্থায় স্বয়ং লন্ডন গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করে এলেন রাজনৈতিক অঙ্গনের আলোচিত পুরুষ মওদুদ আহমদ। এই বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করছেন বিএনপির নেতারা।

নেতাকর্মীরা তারেক রহমান এবং মওদুদ আহমদের মধ্যকার বৈঠকের আলোচ্য এবং দিক-নির্দেশনা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে, বৃহস্পতিবার দেশে ফিরলেও ব্যক্তিগত যোগাযোগের মোবাইল ফোনটি শুক্রবার পর্যন্ত বন্ধ রেখেছিলেন মওদুদ আহমদ।

এরপর শনিবার মওদুদ আহমদ ফোনে জানান, লন্ডনে তিন সপ্তাহের সফরে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে তার কয়েক দফা বৈঠক হয়েছে। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে মৃদু হেসে তিনি বলেন, ‘সেটি তো বলা যাবে না। বলে দিলেই তো সব শেষ।’

লন্ডনে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, লন্ডনে তারেক রহমানের সঙ্গে তিন থেকে চারবার দেখা করে দীর্ঘ আলাপ করেছেন মওদুদ আহমদ। তাদের একান্ত বৈঠকে ঘনিষ্ঠরা ছাড়া কেউই থাকতে পারেননি। এরই মধ্যে একদিন তারা নৈশভোজও করেছেন। তারেক ও মওদুদের বৈঠক সম্পর্কে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক বলেন, ‘লন্ডনে তারেক রহমানের সঙ্গে ব্যারিস্টার মওদুদ আহমদ বৈঠক করেছেন। কিন্তু, তারা কী নিয়ে আলোচনা করেছেন, আমরা জানি না। তাদের একান্ত বৈঠকে কেউ থাকার সুযোগ পাননি।’

ক্ষমতার পরিবর্তন বলয়ে মওদুদ আহমদকে বাংলাদেশের ‘রহস্য পুরুষ’ বলা হয়ে থাকে। রাজনীতিতে তার তৎপরতাও বেশ আলোচিত। দলীয় সংকটে এই নেতার ভূমিকা নিয়ে স্বয়ং বিএনপির নেতাকর্মীরাও দ্বিধায় পড়ে যান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম প্রভাবশালী সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৫ মে ২০১৮, ৬:১৬ অপরাহ্ণ ৬:১৬ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ