রেসিপি

‘সে আমার পোশাকের মধ্যে দিয়েও হাত ঢুকিয়ে দেন’

শুধু বলিউড নয়, কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন মারাঠি, দক্ষিণীসহ বিভিন্ন আঞ্চলিক সিনেমার অভিনেত্রীরাও। কিছুদিন আগেই দক্ষিণী অভিনেত্রী শ্রী রেড্ডি প্রকাশ্যে অর্ধনগ্ন হয়ে কাস্টিং কাউচের বিরুদ্ধে প্রতিবাদ জানালে বিষয়টি নিয়ে হৈচৈ পড়ে যায়। এর ঠিক পরপরই রাধিকার সমর্থনে মুখ খোলেন আরও অনেক অভিনেত্রীই।

তবে এ বিষয়ে সরোজ খানের মন্তব্যে বিতর্ক দানা বাঁধে। সরোজ খান বলে বসেন, ‘ধর্ষণ হলেও বলিউড কাজও দেয়, অন্তত রুটি রুজির ব্যবস্থা করে। তাই বলিউডের বদনাম করা উচিত নয়।’ আর খ্যাতনামা কোরিওগ্রাফারের এমন মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে। তবে এবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন আরও দুই অভিনেত্রী। এরা হলেন রাধিকা আপ্তে ও ঊষা যাদব।

তিনি বলেন, ‘কিছু মানুষ আছেন যারা নিজেকে ভগবান মনে করেন। তাদের হাতে এতটাই ক্ষমতা রয়েছে, যে তারা এটা মনেই করেন না যে আমাদেরও কথা বলার অধিকার রয়েছে।’

‘আর কিছু মানুষ মনে করেন, যে তারা এ নিয়ে সরব হলে আমার কেরিয়ার শেষ হয়ে যাবে। এটার বিরুদ্ধে মহিলা ও পুরুষদের একসঙ্গে সরব হওয়া উচিত, সিদ্ধান্ত নেওয়া উচিত এটা আর হতে দেওয়া যাবে না। আশা রাখি, যে ভবিষ্যতে এটাই হবে।’

এদিকে কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মারাঠি অভিনেত্রী ঊষা যাদবও। মারাঠি ছবি ‘ধাগ’ এর জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন ঊষা। পাশপাশি ‘ট্রাফিক সিগন্যাল’, ‘বীরাপ্পান’ নামে বলিউডের ছবিতেও কাজ করেছেন তিনি।

অভিনেত্রী ঊষার ভাষ্য, ‘ক্যারিয়ারের প্রথম দিনে এক প্রযোজক তাকে যৌন হেনস্থা করেন। কাজের জন্য তার কাছে গেলে প্রযোজক তার শরীরের বিভিন্ন অংশে হাত দিতে থাকেন, এমনকি তার পোশাকের মধ্যে দিয়েও হাত ঢুকিয়ে দেন।

আমি প্রতিবাদ করলে তিনি আমায় বলেন ইন্ডাস্ট্রিতে কাজ পেতে গেলে এসবের সঙ্গে তোমায় অভ্যস্ত হতেই হবে। প্রয়োজনে পরিচালকের সঙ্গেও শুতে হতে পারে। কিন্তু এ ধরনের ব্যবহার করলে তুমি কাজ পাবে না।’

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৩০ এপ্রিল ২০১৮, ৪:৩৬ পূর্বাহ্ণ ৪:৩৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ