প্রবাস

অবশেষে দর্শক পেটানোর ঘটনায় মুখ খুলে যা বললেন সাব্বির

গত বছরের ডিসেম্বরে মাঠে এক কিশোর দর্শক পেটানোর অভিযোগ উঠেছিলো জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমানের উপর। সেখানেই খ্যান্ত থাকেননি এই হার্ড-হিটার, তিনি এই অন্যায় কেন করেছেন? সেটি ম্যাচ রেফারি জানতে চাইলে, তাকেও নাকি হুমকি দেন সাব্বির। এই ঘটনার জের ধরেই ঘরোয়া ক্রিকেট থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

শুধু নিষেধাজ্ঞাই নয়, হারিয়েছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিও। ওই ঘটনার পর থেকেই সমলোচনার ঝড় উঠেছিলো তার বিরুদ্ধে। একদিন দিয়ে অফফর্মের দুশ্চিন্তা অন্যদিকে দর্শক পেটানোর অভিযোগ, সবমিলিয়ে সময়টা মোটেও ভালো কাটেনি এই হার্ড-হিটারের। এবারে দর্শক পেটানোর ব্যাপারে মুখ খুলেছেন সাব্বির। যে দর্শককে পিটিয়েছিলেন সেই কিশোর তার পরিচিত দাবি করেন সাব্বির। এছাড়াও যতটুকু খবর ছড়ানো হয়েছে, ততটুকু সত্য নয় বলেন তিনি।

‘এক হাতে তালি বাজে না! যে ছেলেকে মেরেছি বলে শোনা গেছে, সে আমার অপরিচিত নয়। আমার বাড়ির পাশেই থাকে। দরিদ্র পরিবারের ছেলে। নানাভাবে তাকে আমি সহায়তা করি। পড়াশোনা যাতে করতে পারে বা ঈদের সময় আর্থিক সহায়তা করি। জামাকাপড় থেকে শুরু করে নানাভাবে সহায়তা করি। আমার সঙ্গে অনুশীলনও করেছে অনেক সময়।’

তিনি আরও যোগ করেন, ‘সে বিরক্ত করেনি, বিরক্ত করেছিল দর্শকেরা। এটা নিয়ে বিস্তারিত বলতে চাইছি না। হুট করে তো একজনকে মারধর করা যায় না। ইয়ার্কি-ফাজলামো করে হয়তো দু-একটা চড়-থাপ্পড় মারা যায়। এটাই হয়েছে। কিন্তু সবাই তো অনেক গুরুতরভাবে নিয়েছে বিষয়টা। আমার পরিচিত, তাকে ও তার পরিবারকে অনেক সহায়তা করি। যেভাবে ঘটনাটা ছড়িয়েছে, এটা পুরোপুরি সত্য না-ও হতে পারে, তিলকে তাল করা হতে পারে। ঘটনার সময়ে আমার সতীর্থরা, কাছের বন্ধুরাও ছিল।’

ওই ঘটনার পর নিজের ভুল বুঝতে পেরেছেন সাব্বির। সবার সামনে ঘটনা ঘটেছে বলেই বিষয়টি চোখে পড়েছে বেশি জানিয়েছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন সাব্বির।

‘সবার সামনে একজনের গায়ে হাত তুলেছি, এটা হয়তো চোখে পড়েছে অনেকের। এভাবে মারধর করাটা বড় ভুল হয়েছে। বুঝতে পারছি, ইয়ার্কি-ফাজলামো করেও কাউকে মারা ঠিক না। পরে বুঝতে পেরেছি, অনেক বড় ভুল হয়ে গেছে। এই ভুল দ্বিতীয়বার হবে না। ওই সময়ে ঘটনার আকস্মিকতায় ঘটে গেছে। এ ঘটনা নিয়ে আমি দুঃখিত।’

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৫ এপ্রিল ২০১৮, ১২:৩১ অপরাহ্ণ ১২:৩১ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ