ভারত

চাঁদা তুলে ঘরহারা বৃদ্ধার বাড়ি বানিয়ে দিলো পুলিশ!

ময়মনসিংহে প্রভাবশালীরা এক বৃদ্ধার বসতভিটা দখল করে হালচাষ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলে, জমি দখলমুক্ত করে ঘর নির্মাণ করে দিচ্ছে পুলিশ। অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। পুলিশ জানায়, দীর্ঘ ২২ বছর আদালতে বিচারাধীন থাকার পর গত জানুয়ারিতে প্রভাবশালীদের দখলে থাকা জমিটি নিজের পক্ষে ডিক্রি পান ঈশ্বরগঞ্জের টাঙ্গনগাতি গ্রামের বৃদ্ধা সাবজাব বেগম।

পরে পুলিশের উপস্থিতিতে বসতঘর নির্মাণ করেন সাবজান বেগম। এরপর ১২ই এপ্রিল সন্ধ্যায় তার বসতঘর ভেঙ্গে হালচাষ করে প্রায় আড়াই একর জমি দখলে নেয় মামলায় হেরে যাওয়া প্রভাবশালীরা।

এ ঘটনায় পরেরদিন বৃদ্ধা সাবজান বেগম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জাকির নামে একজনকে গ্রেফতার করে। পাশাপাশি বৃদ্ধাকে বসতঘর নির্মাণ ও জমিটি দখলমুক্ত করে দেয় পুলিশ। বৃদ্ধা বলেন, ‘পুলিশেরা আমার ঘর বানিয়ে দিচ্ছেন। আমার দুশ্চিন্তামুক্ত লাগছে। আমার ভালো লাগছে।’

জটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক ঝন্টু বলেন, ‘যারা এর সঙ্গে জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার হবে।’ ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘যারা দুষ্কৃতিকারী, যারা তার ঘর ভেঙে দিয়েছে এবং উচ্ছেদ করেছে তাকে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেফতারের অভিযান চলছে। তার অসহায়ত্বের কথা বিবেচনা করে আমরা নিজেরাই চাঁদা দিয়ে ফান্ড জেনারেট করে তার ঘরটা করে দিচ্ছি।’

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৯ এপ্রিল ২০১৮, ৬:২৬ পূর্বাহ্ণ ৬:২৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ