রাজনীতি

এশাকে নিয়ে এবার গর্ব করে যা বললেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক

এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ছাত্রত্ব ফিরিয়ে দিলো তার। ছাত্রী নির্যাতনের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবদেনে নির্দোষ প্রমাণিত হওয়ায় এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এশা২২এদিকে এশার এ সুখবরটি শুনে উচ্ছ্বসিত হয়ে পড়েন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসাইন। একটু আগে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এ বিষয়ে লিখেছেন, ‘এশার বহিষ্কারাদেশ বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যাহার।’

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার বহিষ্কারাদেশ বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যাহার করা হয়েছে। সত্যের জয় অনিবার্য তা আবার প্রমাণিত হলো। সব কৃতিত্ব আপনাদের।
অসংখ্য ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর নির্যাতন ও এক ছাত্রীর পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে গত ১০ এপ্রিল ছাত্রলীগ তাৎক্ষণিক সংগঠন থেকে এশাকে বহিষ্কার করে। পরদিন তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে করে কর্তৃপক্ষ। অবশ্য পরবর্তীতে অভিযোগ প্রমাণিত হয়নি জানিয়ে ছাত্রলীগ এশার বহিষ্কারাদেশ তুলে নেয়।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৮ এপ্রিল ২০১৮, ১:১১ অপরাহ্ণ ১:১১ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ