করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে কথা বলে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন মুফতি ইব্রাহিম। এবার তিনি উইলিয়াম শেকসপিয়ারকে নিয়ে কথা বলেছেন। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মুফতি ইব্রাহিম একটি ওয়াজ মাহফিলে বক্তৃতা করছেন। সেখানে তিনি বলছেন, ‘শেকসপিয়ারের আসল নাম শেখ জুবায়ের। তিনি অ্যারাবিয়ান।’
এ বিষয়ে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাজি মুফতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি সম্ভবত ১০-১২ বছর আগের। আমি মাহফিলে যে বক্তব্য দিয়েছি, সেটি বলেছিলেন গাদ্দাফি। উনি বলেছিলেন আরবের যেসব পরিবার হিজরত করেছিল তাদেরই বংশধর। আমি গাদ্দাফির বক্তব্যেই শুনেছি।’
তিনি বলেন, ‘ইংরেজদের নামের পরিবর্তনের ধারায় শেকসপিয়ার নামটিও পরিবর্তন হয়েছে। যেমনটা পরিবর্তন হয়েছে ইসহাক থেকে আইজাক, ইবনে সিনা, এবেসিনা, ইউসুফ থেকে যোশেফ।’
তিনি এর আগে করোনাভাইরাস প্রসঙ্গে বলেছিলেন, ‘মানুষ বিভিন্ন সময় ধারণা করে। সেই ধারণা ভুল হতে পারে, সেটা আংশিক বা পূর্ণাঙ্গ সত্যি হতে পারে। বিভিন্ন কারণ থেকে মানুষ কথা বলে, কিন্তু এসব তো রোখার সাধ্য নেই কারো। মানুষ নিজের পয়েন্ট অব ভিউ থেকে কথাগুলো বলে। যেমন- অনেকেই মন্তব্য করেছে ভাইরাস আবার কথা বলে নাকি? কিন্তু সে জানে না পৃথিবীর সব সৃষ্টিই কথা বলার পাওয়ার রাখে। হাশরের দিন এই মাটির পৃথিবী সমস্ত সংবাদ পরিবেশন করবে।’ করোনার টিকা নিয়ে বলেছিলেন, ‘ফাইজার তুরস্কের একটি ছেলে আবিষ্কার করেছে। সে আসলে মুসলিম।’
এই পোস্টটি প্রকাশিত হয় সেপ্টেম্বর ১৫, ২০২১ ৩:৪৯ পূর্বাহ্ণ
যুক্তরাজ্যের ৯৫ বছর বয়সী কৃষক জেমস স্টিল তার হাতে থাকা দামি রোলেক্স ঘড়িটি হারিয়ে ভেবেছিলেন,…
হোমিওপ্যাথিক মাদার টিংচার আলফালফা (Alfalfa Mother Tincture) মূলত Medicago sativa নামক আলফালফা উদ্ভিদ থেকে তৈরি…
আমাজন রেইনফরেস্টকে সাধারণত "পৃথিবীর ফুসফুস" বলা হলেও, সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় এই ধারণাটি অতিরঞ্জিত প্রমাণিত হয়েছে।…