বিনোদন

গর্ভের মৃত সন্তান কি আখিরাতে সুপারিশ করবে?

ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।

বিশেষ আপনার জিজ্ঞাসার ২৮তম পর্বে গর্ভের মৃত সন্তানকে আখিরাতে আবার পাওয়া যাবে কি না, সে সম্পর্কে জহুরা সুলতানা নামে দর্শক টেলিফোনে জানতে চান।

এর উত্তরে মতিউল ইসলাম বলেন, ইনশাআল্লাহ, সন্তানের যেহেতু রুহ এসে গিয়েছে, রুহ আসার পর আট মাসের সময় গর্ভেই মারা গিয়েছে। আমরা আশা করি, এই সন্তান আল্লাহর রহমতে কেয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করতে পারে। এটি আমরা আশা রাখি।

কারণ, যেহেতু মায়ের গর্ভেই এই সন্তানের রুহ এসে গিয়েছে, সুতরাং এই আশা আমরা পোষণ করতে পারি।

যে দোয়া আমল করলে আল্লাহর ইচ্ছায় দ্রুত সুস্থ্য হবেন রোগী

যে দোয়া আমল করলে- দুইটি দোয়া পড়লে বা আমল করলে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত সু্স্থ্য হয়ে যাবেন যে কোন রোগী।দোয়া দুইটি অনেক তাতপর্য পূর্ণ।

এর আগে আপনারা পড়েছেন ⇒ “ ছোট্ট এই আমলটি করলে প্রতিদিন ৭০ হাজার ফেরেশতা দোয়া করতে থাকে !! ” ☺
নিচে দোয়া দুইটি দেওয়া হল:
আরবি দোআ-০১
«لاَ بأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ».

বাংলা উচ্চারণ
লা বা’সা তুহুরুন ইন শা-আল্লা-হ

বাংলা অর্থ
“কোনো ক্ষতি নেই, আল্লাহ যদি চান তো (রোগটি গুনাহ থেকে) পবিত্রকারী হবে।” [বুখারী (ফাতহুল বারীসহ) ১০/১১৮, নং ৩৬১৬।]

আরবি দোআ-০২
«أَسْأَلُ اللَّهَ الْعَظيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفيَكَ» (সাতবার)

বাংলা উচ্চারণ
আসআলুল্লা-হাল ‘আযীম, রব্বাল ‘আরশিল ‘আযীম, আঁই ইয়াশফিয়াকা। (সাতবার)

বাংলা অর্থ
“আমি মহান আল্লাহ্‌র কাছে চাচ্ছি, যিনি মহান আরশের রব, তিনি যেন আপনাকে রোগমুক্তি প্রদান করেন।” (সাতবার)

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ মৃত্যু আসন্ন নয় এমন কোনো রোগীকে দেখতে গেলে, সে তার সামনে এই দোআ সাতবার পাঠ করবে, এর ফলে আল্লাহ তাকে (মৃত্যু আসন্ন না হলে) রোগমুক্ত করবেন। এ দোআ সাতবার পড়বে। তিরমিযী, নং ২০৮৩; আবূ দাউদ, নং ৩১০৬। আরও দেখুন, ২/২১০; সহীহুল জামে‘ ৫/১৮০।

বিতর নামাযে দু’আয়ে কুনুত না জানলে যা পড়বেন

বিতর নামাযে প্রসিদ্ধ ও প্রচলিত দু’আ কুনুত পড়াটাই শুধু অত্যাবশ্যকীয় নয়, এক্ষেত্রে হাদীস শরীফে আরও একাধিক দু’আর কথাও এসেছে। তবে উত্তম এবং সুন্নত হল প্রসিদ্ধ দু’আয়েয়ে কুনুতটি পড়া। তাই এটি না জানলে কুরআন বা হাদীসে বর্ণিত যে কোন দু’আ সম্বলিত বাক্য পড়তে পারেন। যেমন-

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ: রব্বানা আ-তিনা ফিদ্দুনইয়া হাসানাহ, ওয়া ফিল আ-খিরাতি হাসানাহ, ওয়া ক্বিনা আযাবান-নার।

অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করুন, আখেরাতেও কল্যাণ দান করুন। এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।

তবে উত্তম ও সুন্নত যেহেতু প্রচলিত দু’আয়ে কুনুতটি পড়া, তাই দ্রুত শিখে নেওয়ার চেষ্টা করতে হবে।

দু’আয়ে কুনুত:

اللّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِيْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ، وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ، اللّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ، وَلَكَ نُصَلِّيْ وَنَسْجُدُ، وَإِلَيْكَ نَسْعٰى وَنَحْفِدُ، نَرْجُو رَحْمَتَكَ وَنَخْشٰى عَذَابَكَ، إِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ.

অর্থ: ইয়া আল্লাহ, আমরা তোমারই সাহায্য চাই। তোমার কাছেই ক্ষমা প্রার্থনা করি। তোমার প্রতিই ঈমান আনি। তোমার উপরই ভরসা করি। আর তোমার প্রশংসা করি। আমরা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি। অকৃতজ্ঞ হই না। যে তোমার নাফরমানী করে, আমরা তাকে ত্যাগ করি, বর্জন করি।

ইয়া আল্লাহ! আমরা তোমারই ইবাদত করি, তোমারই জন্য নামায পড়ি ও সিজদা করি। তোমারই দিকে ধাবিত হই তোমারই আনুগত্য করি। তোমার রহমতের আশা রাখি আর তোমার আযাবকে ভয় করি। নিশ্চয়ই তোমার আযাব ধরে ফেলবে কাফেরদের।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:১১ পূর্বাহ্ণ ১০:১১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • অর্থনীতি

আগস্টে কমল মূল্যস্ফীতি

চলতি বছরের গত আগস্ট মাসে ১ দশমিক ১৭ শতাংশ কমে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক…

৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:১৫ অপরাহ্ণ
  • জাতীয়

জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন পূরণ করা হবে: ড. ইউনূস

জুলাই বিপ্লবে সকল শহীদে স্বপ্ন পূরণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.…

৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:০৭ অপরাহ্ণ
  • জাতীয়

নতুন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে নতুন পররাষ্ট্রসচিব করা হয়েছে। তিনি সাবেক পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত…

৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ