ক্যাটেগরীজ: জানা অজানা

'গরু গিলে ফেলা’ রোলেক্স ঘড়ি ৫০ বছর পর ফিরে পেলেন কৃষক

যুক্তরাজ্যের ৯৫ বছর বয়সী কৃষক জেমস স্টিল তার হাতে থাকা দামি রোলেক্স ঘড়িটি হারিয়ে ভেবেছিলেন, ঘাসের সঙ্গে হয়তো কোনো গরু সেটি গিলে ফেলেছে। সত্তরের দশকের প্রথম দিকে হারিয়ে যাওয়া সেই ঘড়ি যে ৫০ বছর পর আবার হাতে পাবেন, তা তিনি কখনো কল্পনাও করেননি।

শ্রপশায়ারের এই কৃষক জানিয়েছেন, ঘড়িটি হারিয়ে যাওয়ার "খানিক আগেই" তিনি বুঝতে পেরেছিলেন যে সেটির চেইন ভেঙে গেছে। বিবিসিকে জেমস বলেন, "মনে হয়েছিল, গরুটি মুখভর্তি ঘাসের সঙ্গে ঘড়িটিও গিলে ফেলতে পারে।" শ্রপশায়ারের ওসওয়েস্ট্রির মরডা গ্রামের বাসিন্দা জেমস ধরেই নিয়েছিলেন, তিনি আর কোনো দিন ঘড়িটি খুঁজে পাবেন না। কিন্তু তার নিজের জমি থেকেই সেই ঘড়ি উদ্ধার হয়েছে।

ধাতুর খোঁজে মেটাল ডিটেক্টর দিয়ে জমিতে তল্লাশি চালানোর সময় একজন ব্যক্তি ঘড়িটি খুঁজে পান এবং জেমসকে তা ফিরিয়ে দেন। ঘড়িটি ফিরে পাওয়ার ঘটনাকে "সৌভাগ্য" বলে বর্ণনা করেছেন জেমস। তিনি বলেন, "এটা দারুণ, বিশেষ করে এই সময়ে।"

জেমস বলেন, "আমি খুবই খুশি। আমি কখনো ভাবিনি ঘড়িটিকে আবার দেখতে পাব। কিন্তু এখন এটি আমার হাতে। যদিও সেটির কেবল অর্ধেকটা চেইন আছে। বাকি অর্ধেক ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে।"

অবশ্য ঘড়িটি খুঁজে পেলেও সেটি এখন আর সচল নয়। সেটির রং কিছুটা সবুজাভ হয়ে গেছে, তবে আশ্চর্যজনকভাবে মরিচা ধরেনি বলে জানান এই কৃষক।

যিনি ঘড়িটি খুঁজে পেয়ে জেমসকে ফেরত দিয়েছেন, তার প্রশংসা করে জেমস বলেন, ওই ব্যক্তি চাইলে খুব সহজেই মিথ্যা বলে ঘড়িটি ফেরত না-ও দিতে পারতেন। তিনি ওই ব্যক্তিকে তার জমিতে ধাতুর খোঁজ চালিয়ে যেতে বলেছেন, কারণ তিনি মনে করেন সেখানে আরও মূল্যবান জিনিস পাওয়া যাবে।

ঘড়িটি স্মারক হিসেবে রেখে দেবেন জানিয়ে জেমস বলেন, এটি এখন 'অমূল্য'।

উল্লেখ্য, রোলেক্স বিশ্বে বিলাসবহুল হাতঘড়ির জগতে অন্যতম নাম। ১৯০৫ সালে যাত্রা শুরু করা এই কোম্পানিটি বিশ্বে প্রথম ওয়াটারপ্রুফ বা পানিরোধী ঘড়ি প্রস্তুত করে। রোলেক্সের দামি ঘড়িগুলো কোটি টাকার ওপরে, আর সবচেয়ে কম দামি ঘড়িটির দামও বাংলাদেশি মুদ্রায় দুই লাখ টাকার বেশি।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় জুলাই ২১, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • স্বাস্থ্য

আলফালফা মাদার টিংচার

হোমিওপ্যাথিক মাদার টিংচার আলফালফা (Alfalfa Mother Tincture) মূলত Medicago sativa নামক আলফালফা উদ্ভিদ থেকে তৈরি…

জুন ২৩, ২০২৫
  • জানা অজানা

পৃথিবীর ৭০% অক্সিজেন আসে মহাসাগর থেকে, আমাজন রেইনফরেস্ট থেকে নয়!

আমাজন রেইনফরেস্টকে সাধারণত "পৃথিবীর ফুসফুস" বলা হলেও, সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় এই ধারণাটি অতিরঞ্জিত প্রমাণিত হয়েছে।…

জুন ৩, ২০২৫
  • লাইফস্টাইল

নন-স্টিক প্যান দীর্ঘদিন ভালো রাখতে এই নিয়মগুলো মেনে চলুন

নন-স্টিক প্যান বা কড়াইয়ের আয়ু নির্ভর করে এর সঠিক ব্যবহার ও যত্নের ওপর। ভুলভাবে ব্যবহার…

জুন ৩, ২০২৫