আমরা সাধারণত সাবানের মেয়াদ উত্তীর্ণের তারিখ তেমন একটা খেয়াল করি না। তবে চিকিৎসকদের মতে, মেয়াদ পেরোনো সাবান আমাদের ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তিনটি প্রধান লক্ষণ দেখে বোঝা যায় একটি সাবান ব্যবহারের জন্য আর উপযুক্ত নয়:
১. বিবর্ণতা: ডাঃ করুণা মালহোত্রা, একজন ভারতীয় চিকিৎসক ও কসমেটোলজিস্ট, পরামর্শ দেন যে আপনার সাবান বারটি ভালোভাবে লক্ষ্য করুন, যদি দেখেন এর রং বিবর্ণ হয়ে গেছে তবে সেটি মেয়াদোত্তীর্ণ হওয়ার লক্ষণ।
২. সুগন্ধ কমে যাওয়া: সতেজ সুবাস সাবানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যদি দেখেন আপনার সাবানের স্বাভাবিক সুগন্ধ কমে গেছে বা একেবারেই নেই, তবে এটি ব্যবহারের জন্য আর উপযুক্ত নাও হতে পারে।
৩. ছত্রাকের লক্ষণ: মেয়াদোত্তীর্ণ সাবানে ছত্রাক বা ফাংগাস দেখা যেতে পারে। যদি সাবানের গায়ে কালো বা অন্য কোনো রঙের দাগ দেখতে পান, যা ছত্রাকের মতো মনে হয়, তবে সেই সাবান ব্যবহার করা উচিত নয়।
সাবান ব্যবহারের শুরু থেকে এর রং ও গুণ কতদিন ভালো থাকবে তা নির্ভর করে সাবানটি কোথায় এবং কীভাবে রাখা হচ্ছে তার উপর। ব্যবহারের পর সাবান এমনভাবে রাখা উচিত যাতে এর গায়ে পানি না জমে থাকে। সোপ কেইসে পানি জমে থাকলে বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাকের জন্ম হতে পারে, যা ত্বকের ক্ষতি করতে পারে। তাই সম্ভাব্য ক্ষতি এড়াতে সাবান ব্যবহারের পর সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি।
মেয়াদোত্তীর্ণ সাবান ব্যবহারের ফলে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যেমন:
ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখার জন্য সাবান ব্যবহারের পরে পেট্রোলিয়াম জেলি বা তরল প্যারাফিন ভিত্তিক ময়েশ্চারাইজার ত্বকে ম্যাসাজ করে নেওয়া ভালো।
এই পোস্টটি প্রকাশিত হয় মে ১৮, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ
যুক্তরাজ্যের ৯৫ বছর বয়সী কৃষক জেমস স্টিল তার হাতে থাকা দামি রোলেক্স ঘড়িটি হারিয়ে ভেবেছিলেন,…
হোমিওপ্যাথিক মাদার টিংচার আলফালফা (Alfalfa Mother Tincture) মূলত Medicago sativa নামক আলফালফা উদ্ভিদ থেকে তৈরি…
আমাজন রেইনফরেস্টকে সাধারণত "পৃথিবীর ফুসফুস" বলা হলেও, সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় এই ধারণাটি অতিরঞ্জিত প্রমাণিত হয়েছে।…