গরমে আরাম দিতে এক গ্লাস ডাবের পানির জুড়ি নেই। তৃষ্ণা মেটানোর পাশাপাশি ডাবের পানি আমাদের বিভিন্ন জটিল রোগ থেকে দূরে রাখতে সহায়তা করে। শুধু তাই নয়, ডাবের পানি ত্বক ও চুলের জেল্লা বাড়িয়ে দেয় বহুগুণে। এছাড়াও মুখের দাগছোপ দূর করতে ডাবের পানি আদিকাল থেকেই ব্যবহার হয়ে আসছে। চলুন এবার জেনে নেয়া যাক ডাবের পানি আর কী কী কাজে লাগে-
>> মুখে খুব বেশি ব্রণ হলে তা দূর করতে কাজে দেবে ডাবের পানি। ত্বক শুষ্ক হোক বা তৈলাক্ত, ব্রণের সমস্যা মেটাতে ডাবের পানি দিয়ে দিনে কয়েকবার মুখ ধুয়ে ফেলুন।
>> ত্বক রোদে পুড়ে গেলে ডাবের পানি দিয়ে ফেস প্যাক তৈরি করে মুখে নিলে পোড়াভাব দূর হবে। বেসনের সঙ্গে ডাবের পানি ও সামান্য মধু মিশিয়ে এই প্যাক তৈরি করতে পারেন।
>> চুল পড়ার সমস্যায় প্রায় সবাই ভোগে। দূষণ, ঋতুপরিবর্তন নানা কারণেই চুল পড়ার মাত্রা বাড়তে পারে। চুল পড়া কমাতে শ্যাম্পু করার পর ডাবের পানি দিয়ে চুল ধুয়ে নিন। চুলের ঔজ্জ্বল্য বাড়বে। ডাবের পানি হালকা গরম করে তা দিয়ে মাথায় মালিশ করলেও উপকার মিলবে।
এই পোস্টটি প্রকাশিত হয় এপ্রিল ১২, ২০১৮ ১২:৪৫ পূর্বাহ্ণ
যুক্তরাজ্যের ৯৫ বছর বয়সী কৃষক জেমস স্টিল তার হাতে থাকা দামি রোলেক্স ঘড়িটি হারিয়ে ভেবেছিলেন,…
হোমিওপ্যাথিক মাদার টিংচার আলফালফা (Alfalfa Mother Tincture) মূলত Medicago sativa নামক আলফালফা উদ্ভিদ থেকে তৈরি…
আমাজন রেইনফরেস্টকে সাধারণত "পৃথিবীর ফুসফুস" বলা হলেও, সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় এই ধারণাটি অতিরঞ্জিত প্রমাণিত হয়েছে।…