কোটিপতির

ব্যাংকের টাকা উত্তোলনের সীমা প্রত্যাহার

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা প্রত্যাহার হয়েছে, অর্থাৎ ব্যাংক থেকে টাকা তোলার আর কোনো সীমা থাকবে না। আজ (৮ আগস্ট) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর নগদ টাকা উত্তোলনের চাপ বেড়ে যায়।

এর জেরে গত ৮ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক সব সরকারি ও বেসরকারি ব্যাংককে সর্বোচ্চ ১ লাখ টাকা নগদ অর্থ উত্তোলনের সীমা বেধে দেয়।

এর দুইদিন পর ১০ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক জানায়, একাউন্ট থেকে ২ লাখের বেশি নগদ অর্থ তোলা যাবে না।

এরপর ১৭ আগস্ট নতুন করে সীমা নির্ধারণ করা হয় ৩ লাখ টাকা।

চলতি মাসের প্রথম সপ্তাহে উত্তোলনের সীমা ছিল ৫ লাখ টাকা।

শেয়ার করুন: