২১ আগস্ট

‘গ্রেনেড হামলার জানা-অজানা দুই একটি কথা’

একুশে আগস্ট নারকীয় গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী আগামী শনিবার (২১ আগস্ট)। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে এ হামলার ঘটনা ঘটেছিল। এতে দলের ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান। শতাধিক নেতাকর্মী হতাহত হন। ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

সেই রক্তস্নাত ভয়াল-বিভীষিকাময় দিবসটি উপলক্ষে আগামীকাল শুক্রবার (২০ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের (দ্বিতীয় তলা) জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘২১শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলা, স্মৃতির পাতা থেকে জানা অজানা দুই একটি কথা’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ওমর আলী।

মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহা. হাবিবুল ইসলাম সুমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, স্বাধীন বাংলাদেশের ট্র্যাজেডির ইতিহাসে ২০০৪ সালে ২১ আগস্টের ওই সমাবেশে শেখ হাসিনাসহ পুরো আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে গ্রেনেড হামলাটি চালানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে গ্রেনেডের আঘাতে মারাত্মক আহত হয়েছিলেন অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ। তার সন্তান আওয়ামী লীগ নেতা ও ঢাকা দক্ষিণ সিটির প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ সাঈদ খোকনও গ্রেনেডে জখম হয়েছিলেন। ওই ঘটনার পর এখন যারা জীবিত আছেন, তাদের দুঃসহ স্মৃতি নিয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন: