বিপ্লব চ্যাটার্জি
বিপ্লব চ্যাটার্জি

পরীর বিরুদ্ধে ক্ষোভ কলকাতার অভিনেতা বিপ্লবের

নায়িকা পরীমণি গ্রেপ্তারের পর থেকে দেশের পাশাপাশি ভারতীয় গণমাধ্যমেও তাকে নিয়ে সমানভাবে সংবাদ প্রকাশিত হচ্ছে। টালিউডের প্রবীণ অভিনেতা বিপ্লব চ্যাটার্জি পরীর সঙ্গে ‘রক্ত’ নামে একটি চলচ্চিত্রে কাজ করেছিলেন। যৌথ প্রযোজনার ছবিটি ২০১৬ সালে মুক্তি পায়। পরীর সহশিল্পী হিসেবে নায়িকার প্রসঙ্গে জানতে বিপ্লব চ্যাটার্জির সঙ্গে যোগাযোগ করে ভারতীয় গণমাধ্যম।

‘রক্ত’ ছবিতে একটি নাচের দৃশ্যে একসঙ্গে দেখা যায় তাদের। এদিকে পরীর নাম শুনেই বিপ্লব জানিয়েছেন, ‘ওর মতো মহিলার সঙ্গে পর্দা ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না! নাচের একটি দৃশ্যে এক ফ্রেমে ছিলাম। এই পর্যন্ত!’

ঢাকাই ছবির কিংবদন্তি নায়িকা শাবানার প্রসঙ্গে বিপ্লব চ্যাটার্জি বলেন, ‘শাবানা আক্ষরিক অর্থেই ভদ্রমহিলা। ওর স্বামীর সঙ্গেও আলাপ আছে। তারকা দম্পতির কোনো তুলনা হয় না। কিন্তু পরীমণিকে মহিলার বাইরে অন্য কিছু বলতে রাজি নই।’ তার দাবি, পরীমণি সম্বন্ধে অনেক কথা শুনেছেন। যা তার ভালো লাগেনি। বিপ্লবের দাবি, ‘সব রটনাই মিথ্যে নয়। কিছু না থাকলে একজনের নামে এত বদনাম শোনা যায়?’

এদিকে বাংলাদেশে পরীর বাসায় কখনো গিয়েছেন কিনা প্রশ্নের জবাবে বিপ্লব জানালেন, ‘রক্ত’-র শুটিং হয়েছিল কলকাতায়। তাই বাংলাদেশে যাওয়ার প্রশ্নই ওঠে না। কাজের সূত্রে সেদেশে গেলেও তিনি পরীমণির বাড়িতে যাননি।

শেয়ার করুন: