প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিনে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী যুবলীগ। সোমবার (২৬ জুলাই) সংগঠনটির দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২৭ জুলাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার (প্রধানমন্ত্রী) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন।
এ উপলক্ষে আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে সকাল ১১টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে মিলাদ ও দোয়া মাহফিল এবং সব জেলা/মহানগর/উপজেলা/থানা/পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড নেতাদের (মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে) দোয়া-প্রার্থনার আয়োজন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছেন। বিজ্ঞপ্তিতে কর্মসূচিগুলো স্বাস্থ্যবিধি মেনে পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।