মেসি

ফাইনালে যেমন খেলেন মেসি

আরও একবার লিওনেল মেসিকে নিয়ে স্বপ্ন বুনতে শুরু করেছেন তার সমর্থকরা। এবারের কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এবার এই ম্যাচে জিতে আন্তর্জাতিক শিরোপার আক্ষেপ শেষ করবেন দলটির অধিনায়ক, এমন প্রত্যাশা সবার।

আগামী রোববার বাংলাদেশ সময় ছয়টায় ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এবারের কোপায় সবচেয়ে বেশি ৪ গোল ও পাঁচ অ্যাসিস্ট মেসির। আর্জেন্টিনার ১১ গোলের ৯টিতেই অবদান রয়েছে তার। ফাইনালেও তাই মেসির প্রতি বাড়তি প্রত্যাশা সবার। কিন্তু এর আগে হয়ে যাওয়া ফাইনালগুলোতে কেমন খেলেছেন মেসি?

এমনিতে ক্লাবের হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতলেও জাতীয় দলের হয়ে ব্যর্থ তিনি। আর্জেন্টিনার জার্সি গায়ে ফাইনালে মেসি উজ্জ্বলও ছিলেন না খুব একটা। এখন পর্যন্ত দেশের হয়ে ৪টি ফাইনালে মাঠে নামলেও করতে পারেননি একটি গোলও।

কোপা আমেরিকায় এখন অবধি তিন বার ফাইনাল খেলেছেন মেসি। ২০০৭ সালে ব্রাজিল ও ২০১৫ এবং ২০১৬ সালে মাঠে নামেন চিলির বিপক্ষে। সবগুলোতেই হারে তার দল। কোনো গোলও করতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ফাইনাল হারের দিনেও জাল খুঁজে পাননি মেসি।

জাতীয় দলের হয়ে ফাইনালে ব্যর্থ হলেও ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে উজ্জ্বল ছিলেন তিনি। কাতালানদের হয়ে এখনো অবধি ১৭টি শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছেন মেসি। যার ১৩টিতেই গোল করেছেন তিনি। ক্লাবের হয়ে যেকোনো টুর্নামেন্টের ফাইনালে মেসির গোলসংখ্যা ১৬টি।

জাতীয় দলের হয়ে লিওনেল মেসির ফাইনালগুলো এক নজরে-

টুর্নামেন্ট ফল সাল মেসির গোল
কোপা আমেরিকা ব্রাজিল ৩-০ আর্জেন্টিনা ২০০৭
বিশ্বকাপ জার্মানি ১-০ আর্জেন্টিনা ২০১৪
কোপা আমেরিকা চিলি ০-০ আর্জেন্টিনা ২০১৫
কোপা আমেরিকা চিলি ০-০ আর্জেন্টিনা ২০১৬

ক্লাবের হয়ে মেসির ফাইনালগুলো-

টুর্নামেন্ট ফল মেসির গোল মৌসুম
চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনা ২-১ আর্সেনাল - ২০০৫/০৬
চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনা  ২-০ ম্যানচেস্টার ইউনাইটেড ২০০৮/০৯
চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনা ৩-১ ম্যানচেস্টার ইউনাইটেড ২০১০/১১
চ্যাম্পিয়ন্স লিগ জুভেন্তাস ১-৩ বার্সেলোনা - ২০১৪/১৫
কোপা দেল রে অ্যাথলেটিক বিলবাও ১-৪ বার্সেলোনা ২০০৮/০৯
কোপা দেল রে বার্সেলোনা ০-১ রিয়াল মাদ্রিদ - ২০১০/১১
কোপা দেল রে অ্যাথলেটিক বিলবাও ০-৩ বার্সেলোনা ২০১১/১২
কোপা দেল রে রিয়াল মাদ্রিদ ২-১ বার্সেলোনা - ২০১৩/১৪
কোপা দেল রে অ্যাথলেটিক বিলবাও ৩-১ বার্সেলোনা ২০১৪/১৫
কোপা দেল রে বার্সেলোনা  ২-০ সেভিয়া - ২০১৫/১৬
কোপা দেল রে বার্সেলোনা  ৩-১ আলাভেস ২০১৬/১৭
কোপা দেল রে সেভিয়া ০-৫ বার্সেলোনা ২০১৭/১৮
কোপা দেল রে বার্সেলোনা  ১-২ ভ্যালেন্সিয়া ২০১৮/১৯
কোপা দেল রে অ্যাথলেটিক বিলবাও ০-৪ বার্সেলোনা ২০২০/২১
ক্লাব বিশ্বকাপ ইস্তোদিয়ানস ১-২ বার্সেলোনা ২০০৯
ক্লাব বিশ্বকাপ সান্তোস ০-৪ বার্সেলোনা ২০১১
ক্লাব বিশ্বকাপ রিভাল প্লেট ০-৩ বার্সেলোনা ২০১৫
শেয়ার করুন: