করোনা

বাংলাদেশে করোনা টিকা উৎপাদন কারখানা হবে গোপালগঞ্জে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বাংলাদেশে করোনার টিকা উৎপাদন কারখানা গোপালগঞ্জে করা হবে। আজ শনিবার মানিকগঞ্জে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, লকডাউন নয়, ভ্যাকসিন নির্ভরশীল হতে চায় বাংলাদেশ। তাই বাংলাদেশে টিকা উৎপাদন কারখানা হবে গোপালগঞ্জে।

তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই চীনের ভ্যাকসিনও চলে আসবে এবং ভ্যাকসিন কার্যক্রম বৃদ্ধি পাবে। এর মধ্যে লকডাউন কার্যকর হলে এবং সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললে খুব দ্রুতই করেনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন: