করোনা

সারা বিশ্বের করোনা পরিস্থিতি

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৩ হাজার ৯৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লাখ ৪৫ হাজার ৮৫ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৬৪ হাজার ৭৬১ জনের। এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৫৬৭ জন।

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের দিক দিয়ে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ১৩৬ জন। মারা গেছেন ৫ লাখ ৯৭ হাজার ৭৮৫ জন। এরপরেই রয়েছে ভারত।

দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৬৫ জন। মোট মৃত্যু ২ লাখ ৫৮ হাজার ৩৬১ জন। এরপরেই রয়েছে ব্রাজিল। এরপর ধারাবাহিকভাবে ফ্রান্স,তুরষ্ক,রাশিয়া,যুক্তরাজ্য, ইতালি,স্পেন, জার্মানী।

২০১৯ সালে ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। করোনা প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপরে ১১ মার্চ করোনাকে মহামারী ঘোষণা করা হয়। সূত্র: ওয়াল্ডেমিটার

শেয়ার করুন: