অমিত শাহ

নন্দীগ্রামে পুনর্নির্বাচন চায় বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট কম পড়ার অজুহাতে পুনর্নিবাচন দাবি করেছে দেশটির হিন্দুত্ববাদী দল বিজেপি। যদিও এবার ওই আসনে ভোট পড়েছে ৮৮.০১ শতাংশ। ২০১৬ সালে যেখানে ৮৭.১৪ শতাংশ ভোট পড়েছিল নন্দীগ্রামে।

বিজেপির দাবি, নির্বাচন চলাকালীন নন্দীগ্রামের বয়ালের ৭ নম্বর বুথের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৪৪ ধারাকে উপেক্ষা করে ধর্ণায় বসায় ২ শতাংশ ভোট কম পড়েছে। এজন্য ওই আসনে পুনর্নির্বাচন চায় দলটি।

এর আগে তুমুল আলোচিত নন্দীগ্রাম আসনে নির্বাচন শেষে জয়ের ব্যাপারে অমিত শাহর ভবিষ্যদ্বাণীতে আস্থা রাখার কথা জানিয়েছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ভোটের অঙ্ক মেলানোর বিষয়ে অমিত শাহের জুড়ি নেই। তাই তিনি যেটা বলেছেন সেটাই হতে চলেছে। তিনি আগেও হিসাব মিলিয়ে দিয়েছেন, এবারও মিলে যাবে।’

তবে দুপুর গড়ানোর পরে নতুন হিসেব পেশ করেন শুভেন্দু। তিনি বলেন, ‘সুফিয়ান মডেল, সামাদ মডেল ফেল। বেগমের দুধেল গাইরা কিছু করতে পারবে না। যারা জয় শ্রীরাম বলেন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলেন, যারা দুর্গা পুজো করেন, জয় মা কালী বলেন তারা দুপুর ১২টার মধ্যেই ৬০ শতাংশ ভোট দিয়ে দিয়েছেন।’

নন্দীগ্রামের বহু বুথে তৃণমূল এজেন্ট দিতে পারেনি বলে যে অভিযোগ উঠেছে সেই সম্পর্কে শুভেন্দু বলেন, ‘তৃণমূল কেন এজেন্ট দিতে পারেনি সেটা ওরা বলবে।’’ বুধবার কেশপুরে এক তৃণমূল কর্মীর মৃত্যুও হয়েছে। তা নিয়ে শুভেন্দু বলেন, ‘‘যে কোনও মৃত্যু দুঃখজনক। তবে সেটা রাজনৈতিক সংঘর্ষে হয়েছে না অসুস্থতার কারণে, সেটা খোঁজ নিয়ে দেখতে হবে। ভোটে যারা হারে তারা এ সব বলে। একজন যেমন ক্রেপ ব্যান্ডেজ বেঁধে ঘুরছিলেন। বেগম হারছে। বিকাশ জিতছে। ভোটগ্রহণ শান্তিপূর্ণ।’

আনন্দবাজার পত্রিকার অনলাইনে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যেই ৬০ শতাংশ ভোট পড়েছে নন্দীগ্রামে। সাড়ে ১২টা নাগাদ সংবাদমাধ্যমের সামনে এমনটাই দাবি করেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। জানালেন, তার বা বিজেপির কোনও অভিযোগ নেই। দল ও নিজের জয় নিয়েও প্রত্যয় প্রকাশ করলেন ‘খুশি’ মুখে। এই সব দাবির পাশাপাশি নিজেই বুঝিয়ে দিলেন কোন অঙ্কে খুশি গেরুয়া শিবির।

শেয়ার করুন: