করোনাভাইরাস

যুক্তরাষ্ট্রে আরো ভয়াবহ হতে পারে করোনা পরিস্থিতি: ফাউচি

টানা ২৭ দিনের মত যুক্তরাষ্ট্রে দৈনিক ১ লাখ বা তারও বেশি করোনা শনাক্ত হয়েছে। এদিকে, দেশটির শীর্ষ রোগতত্ববিদ ড. অ্যান্থনি ফাউচি সতর্ক করে বলেছেন, থ্যাংকসগিভিং ডে উপলক্ষ্যে নাগরিকদের ব্যাপক ভ্রমণের কারণে সংক্রমণ বাড়তে পারে।

গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন , বিপুল সংখ্যক নাগরিক ছুটি শেষে ভ্রমণের সময় স্বাস্থ্যবিধি না মানাতেই কয়েক সপ্তাহে ভয়াবহ আকারে সংক্রমণ দেখা দেবে। দেশটিতে ২৪ ঘণ্টায় ৮১৯ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ২ লাখ ৭৩ হাজারের বেশি।

আর একদিনে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৩৫ হাজারের বেশি। ইউরোপেও অব্যাহত রয়েছে সংক্রমণ বৃদ্ধি। এদিকে, সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৩১শে ডিসেম্বর পর্যন্ত ভারতের রাজস্থানে রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

শেয়ার করুন: