বিশ্বজুড়ে করোনায় একদিনে ৮ হাজার ২শ ৯১ জনের মৃত্যু হয়েছে। সোমবার ৪ লাখ ৯৬ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ হাজার ২শ ৩৮ জন। দেশটিতে সোমবার সন্ধ্যা পর্যন্ত রেকর্ড ৯৬ হাজারের বেশি করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে কোভিড ট্র্যাকিং প্রোজেক্ট।
এর মধ্যে টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ইলিনয়, ওহাইও এবং পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি করোনা রোগী ভর্তি রয়েছে। অতিরিক্ত চাপের মুখে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাজ্যে দ্বিতীয় দফার লকডাউন জারির পর শনাক্ত ৩০ শতাংশ কমেছে। করোনার কারণে বিভিন্ন খাতে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে ৮ বিলিয়ন ইউরোর প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে ইতালি। এছাড়া দেশটির পর্যটন, শিল্প ও খেলাধুলা খাতে কাজ করা ব্যক্তিদের ১ হাজার ইউরো করে দেয়ার ঘোষণা দিয়েছে ইতালির সরকার।