ভারত

কৃষকদের দাবি মানার আশ্বাস দিলেন অমিত শাহ, ৩ ডিসেম্বর বৈঠক

কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। কৃষকদের দাবি মেনে নেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গতকাল শনিবার রাতে এমনটাই জানিয়েছেন তিনি। অমিত শাহ আরো জানান, চলতি বছরের ৩ ডিসেম্বর কৃষকদের সঙ্গে আলোচনার জন্য বৈঠকে বসবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর।

তবে আলোচনার পাশাপাশি তার সঙ্গে ‘শর্ত’ও জুড়ে দিয়েছেন অমিত শাহ। তার দাবি, আলোচনার আগে বিক্ষোভ বন্ধ করতে হবে কৃষকদের।

কিন্তু, কৃষকরা অমিত শাহর ‘শর্ত’ মানবেন কি না, সে ব্যাপারে বিক্ষুব্ধদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

বিক্ষুব্ধ কৃষকদের উদ্দেশে অমিত শাহ বলেন, সরকার স্বেচ্ছায় কৃষকদের সমস্ত সমস্যা সমাধান তথা দাবি মেটানোর জন্য প্রস্তুত।

তিনি আরো জানান, রাজধানীতে ব্যাপক ঠান্ডার মধ্যে বিক্ষোভরত কৃষকদের অসুবিধার কথা মাথায় রেখে তাদের অন্যত্র সরানোর বন্দোবস্ত করা হবে। কৃষকরা জাতীয় সড়কের বহু জায়গায় ট্র্যাক্টর-ট্রলির উপর বসবাস করছেন। আমি তাদের কাছে অনুরোধ করছি, দিল্লি পুলিশ তাদের বড় জায়গায় সরিয়ে নিয়ে যেতে তৈরি রয়েছে। সেখানে যেন কর্মসূচি পালন করতে পারেন, তার জন্য আপনাদের দিল্লি পুলিশের অনুমোদন দেওয়া হবে।

সূত্র : এএনআই

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৯ নভেম্বর ২০২০, ১১:২৫ পূর্বাহ্ণ ১১:২৫ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ