পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এ ফল পাওয়া গেছে। তবে পররাষ্ট্র সচিবের শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ ছিল না। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন এবং সুস্থ আছেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।