থাইল্যান্ডের রাজা

থাইল্যান্ডের রাজাকে বহিষ্কারের হুমকি দিলো জার্মানি

বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছে থাইল্যান্ডের সিংহাসনের বর্তমান রাজা মাহা ভাজরালংকর্নকে। রোববার দেশটির সংসদের এক আলোচনায় জানানো হয়, যদি থাইল্যান্ডের ক্ষমতাসীন রাজা জার্মানিতে অবস্থান করে দেশে চলমান বিক্ষোভে দমন-পীড়ন চালান তবে তাকে বহিষ্কার করা হবে।

সাংবিধানিক রাজতন্ত্র শাসিত থাইল্যান্ডে বিগত কয়েক মাস ধরে রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে। এবার জার্মানি তার দেশে বসবাস করা থাই রাজার প্রতি এমন বার্তা প্রদান করলো। জার্মানির আইনসভায় সমাজতান্ত্রিক বাম দলের পক্ষ থেকে এ বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত হয়।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেন, আমাদের স্পষ্ট নীতি রয়েছে এবং সে অনুযায়ী জার্মানিতে অবস্থান করে থাইল্যান্ডে বিক্ষোভকারীদের ওপর নিপীড়ন চালানো যাবে না। জার্মানির পক্ষ থেকে আরও জানিয়ে দেওয়া হয়েছে, থাই রাজা কিছু কূটনৈতিক মর্যাদা ভোগ করেন ঠিকই কিন্তু জার্মানি তাকে বহিষ্কার করার ক্ষমতা রাখে।

শেয়ার করুন: