মাইক পম্পেও-রিসেপ তাইয়েপ এরদোগান

এরদোগানের সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার আসন্ন মধ্যপ্রাচ্য সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত হয়েছেন। ফ্রান্স এবং মধ্যপ্রাচ্যের ছয় দেশ সফরে আসছেন মাইক পম্পেও। তার এই সফরে এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। খবর আরব নিউজের।

পম্পেওর এ মধ্যপ্রাচ্য সফরে একটি অবৈধ ইহুদি বসতি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে, যার ঘোরবিরোধিতা করেছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শাতাইয়াহ এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস পরিকল্পিত ওই সফরের তীব্র বিরোধিতা করেছে।

জর্ডান নদীর পশ্চিমতীরে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে নির্মিত ইহুদি বসতি ‘স্যাগোট’ পরিদর্শন করবেন বলে কথা রয়েছে পম্পেওর। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রথমবারের মতো কোনো অবৈধ ইহুদি বসতি পরিদর্শন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে খুবই অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন।

শেয়ার করুন: